এবার রিয়্যালিটি শো-এ রুক্মিণী মৈত্র, কোথায় দেখা যাবে নায়িকাকে?

এই স্পেশাল এপিসোডে রুক্মিণীর সঙ্গে খেলতে দেখা যাবে আরও চার অভিনেত্রীকে—স্নেহা দাস, অনিন্দিতা রায়চৌধুরী, ঋতব্রতা দে এবং সংঘমিত্রা তালুকদার। গান, নাচ আর খুনসুটিতে জমে উঠবে এই পর্বটি। আগামী রবিবার, অর্থাৎ ২৩ নভেম্বর রাত ৮:৩০-এ জি বাংলায় সম্প্রচারিত হবে এই বিশেষ অনুষ্ঠান।

এবার রিয়্যালিটি শো-এ রুক্মিণী মৈত্র, কোথায় দেখা যাবে নায়িকাকে?

| Edited By: জয়িতা চন্দ্র

Nov 20, 2025 | 7:07 PM

২৮ নভেম্বর মুক্তি পাচ্ছে রুক্মিণী মৈত্র ও চিরঞ্জিত অভিনীত অর্ণব মিদ্যা পরিচালিত নতুন ছবি ‘হাঁটি হাঁটি পা পা’। গত কয়েকদিন ধরেই সেই ছবির প্রচারে ব্যস্ত সিনেপাড়ার দুই তারকা। তবে পর্দায় সেই ছবি আসার আগেই ছোট পর্দায় হাজির অভিনেত্রী রুক্মিনী মৈত্র। তবে কোনও নতুন ধারাবাহিক নয়—রুক্মিণী হাজির হচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এ, তাঁর আগামী ছবির প্রচারে।

এই স্পেশাল এপিসোডে রুক্মিণীর সঙ্গে খেলতে দেখা যাবে আরও চার অভিনেত্রীকে—স্নেহা দাস, অনিন্দিতা রায়চৌধুরী, ঋতব্রতা দে এবং সংঘমিত্রা তালুকদার। গান, নাচ আর খুনসুটিতে জমে উঠবে এই পর্বটি। আগামী রবিবার, অর্থাৎ ২৩ নভেম্বর রাত ৮:৩০-এ জি বাংলায় সম্প্রচারিত হবে এই বিশেষ অনুষ্ঠান। ইতি মধ্যেই যার প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যায়, রুক্মিণীর অনুরোধে কানে হেডফোন পরে দ্বিতীয় রাউন্ড খেলছেন রচনা।

প্রসঙ্গত, ১২ নভেম্বর প্রকাশিত রুক্মিণীর আগামী ছবির ট্রেলার দেখে প্রাথমিকভাবে অনেকেই ভেবেছিলেন এটি হয়তো অমিতাভ বচ্চন অভিনীত ‘পিকু’–র রিমেক। তবে ট্রেলার দেখার পরই স্পষ্ট হয়, গল্প একেবারেই আলাদা— একটা নির্দিষ্ট বয়স পেরিয়ে সন্তানের দৃষ্টিতে বাবা কীভাবে বদলে যান, সেই সূক্ষ্ম সম্পর্কেরই গল্প বলছে ‘হাঁটি হাঁটি পা পা’।

ছবিটি মুক্তির আগেই আরও এক বড় সুখবর পেয়েছে ছবির টিম। সিনেমাটি নির্বাচিত হয়েছে চলতি বছরের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI)-তে। সেখানেই প্রদর্শনিত হবে ‘হাঁটি হাঁটি পা পা’। ফলে রিলিজের আগে থেকেই উচ্ছ্বাসে ভরপুর রুক্মিণী ও তাঁর পুরো দল।