‘আমি ছিলাম, আছি, থাকব…’, ‘ধূমকেতু’-র স্ক্রিনিংয়ে বললেন রুক্মিণী

প্রিয়া সিনেমা হলের বাইরে অনুরাগীদের ভিড় ছিল উপচে পড়ার মতো। তাঁদের আশা ছিল, এই সিনেমা হলের বারান্দা থেকে একসঙ্গে হাত নাড়বেন দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্ক্রিনিং শুরু হওয়ার পরেও, শুভশ্রীর আসার জন্য অপেক্ষারত ছিলেন সকলে। তবে বিজ্ঞাপনের শুটিংয়ের কাজে আটকে গিয়ে, এই স্ক্রিনিংয়ে উপস্থিত হতে পারলেন না নায়িকা।

আমি ছিলাম, আছি, থাকব..., ধূমকেতু-র স্ক্রিনিংয়ে বললেন রুক্মিণী

| Edited By: Bhaswati Ghosh

Aug 24, 2025 | 10:08 AM

দ্বিতীয় সপ্তাহে পা দিয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ‘ধূমকেতু’। প্রথম সপ্তাহে তাক লাগিয়ে দেওয়া ব্যবসা করার পর, দ্বিতীয় সপ্তাহান্তে বুক মাই শো-তে ট্রেন্ডিং এই ছবি। ২৩ অগাস্ট প্রিয়া সিনেমা হলে হলো এই ছবির বিশেষ স্ক্রিনিং। টলিপাড়ার তাবড় নায়ক-নায়িকাদের দেখা গেল এই স্ক্রিনিংয়ে। যেমন এসেছিলেন নুসরত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায়ের মতো বহু নামী মুখ।

প্রিয়া সিনেমা হলের বাইরে অনুরাগীদের ভিড় ছিল উপচে পড়ার মতো। তাঁদের আশা ছিল, এই সিনেমা হলের বারান্দা থেকে একসঙ্গে হাত নাড়বেন দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্ক্রিনিং শুরু হওয়ার পরেও, শুভশ্রীর আসার জন্য অপেক্ষারত ছিলেন সকলে। তবে বিজ্ঞাপনের শুটিংয়ের কাজে আটকে গিয়ে, এই স্ক্রিনিংয়ে উপস্থিত হতে পারলেন না নায়িকা।

বরং দেব-রুক্মিণী মৈত্রর নজরকাড়া রসায়ন দেখা গেল এদিন। নায়ক দেবকে নিয়ে এমনিতেই উন্মাদনা ছিল তুঙ্গে। কেউ পছন্দের নায়ককে রাখি পরালেন। কেউ তাঁর ছবি বাঁধিয়ে নিয়ে এসে শুভেচ্ছা জানালেন। এই ছবির টাইটেল কার্ডে রুক্মিণী মৈত্রকে ধন্যবাদ দেওয়া রয়েছে। দেবের প্রযোজনা সংস্থার প্রথম ছবি এটা। আর এক প্রযোজক রাণা সরকার রুক্মিণীকে ডেকে নিলেন মঞ্চে। নায়িকা অবশ্য মঞ্চে আসতে চাইলেন না। তবে বললেন, ”আমি ছিলাম, আছি, থাকব, শুধু একজনেরই জন্য”। ছবি দেখে বেরিয়ে রুক্মিণী জানালেন, তাঁর বেশ ভালো লেগেছে এই ছবি।

ছবির প্রচারে দেব-শুভশ্রীকে দু’ বার একসঙ্গে দেখা গিয়েছিল। তাঁদের পোশাকের রং মিলে গিয়েছিল। আবার কবে এই জুটিকে একসঙ্গে দেখা যাবে, সেই প্রশ্ন করতে ভুললেন না অনুরাগীরা!