তুরস্ক ভারতের শত্রু, টার্কিকে বয়কটের ডাক রূপালি, সৃজিতের

র একজন লিখেছেন, ''আমি লন্ডনে থাকি। দশদিনের ট্রিপে টার্কি যাওয়ার প্ল্যান করছিলাম। তবে বাতিল করে দিয়েছি।'' পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ফেসবুকে লিখেছেন, ''টার্কি ইজ বেস্ট রোস্টেড, নট ভিজিটেড।'' তাঁর মন্তব্য থেকে স্পষ্ট বেড়াতে যাওয়া হোক বা শুটিং, তিনি টার্কিকে বয়কট করছেন। লক্ষণীয় শুটিং লোকেশন হিসাবে তুরস্কের বিভিন্ন জায়গা ভারতীয় প্রযোজক-পরিচালকদের বেশ প্রিয় ছিল। যশ দাশগুপ্ত আর মিমি চক্রবর্তী 'গ্যাংস্টার' ছবির এলাহি শুটিং করেছিলেন টার্কিতে। বলিউডের তাবড় তারকারা একের পর এক ছবির জন্য শুটিং করতে গিয়েছেন সেখানে। কিন্তু বলিউড বা টলিউডের প্রযোজকরা এবার কড়া সিদ্ধান্ত নিয়েছেন। এই বছর যাঁদের টার্কিতে শুটিং করার কথা ছিল, তাঁরা এখনই বাতিল করে দিয়েছেন সেই প্ল্যান।

তুরস্ক ভারতের শত্রু, টার্কিকে বয়কটের ডাক রূপালি, সৃজিতের

| Edited By: Bhaswati Ghosh

May 14, 2025 | 9:01 AM