‘মায়া সত্য ভ্রম’-এ গান গাইলেন রূপম ইসলাম

রূপম TV9 বাংলাকে জানালেন, ''শমীকের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। আমি ওঁর পরিবারের অংশ, আবার ও আমার পরিবারের অংশ, এরকমই আমরা দু'জন মনে করি। এই সম্পর্কের সূত্রপাত হয়েছিল একটা সেলিব্রেটেড মিউজিক ভিডিয়োর হাত ধরে। তারপর কত মিউজিক ভিডিয়ো যে আমরা একসঙ্গে করেছি, সেটা ভেবে বলতে হবে। এবার এরকম একজন শিল্পী যখন তাঁর নতুন কাজে আমার অ্যাসোসিয়েশন চায়, সেটা আনন্দের ব্যাপার। পাশাপাশি তমাল কান্তি হালদারের সঙ্গীত পরিচালনা আমার খুব পছন্দের। 'বেলাইন'-এ দু'জনের কাজ আমার খুব ভালো লেগেছিল। ওঁরা একটা গুরুত্বপূর্ণ জুটি। তাঁরা যখন আমাকে চেয়েছে, তখন খুব আনন্দ করে গান গেয়েছি। তমালের গাওয়া গানটা শুনে, সেখানে আমার যে নিজস্বতা সেটা যোগ করতে পেরেছি, সেটা তৃপ্তি দিল। শমীকের আগামী সব কাজের জন্যই শুভেচ্ছা। এবং সেসব কাজেও আশা করি আমার অংশগ্রহণ থাকবে।''

মায়া সত্য ভ্রম-এ গান গাইলেন রূপম ইসলাম

| Edited By: Bhaswati Ghosh

Apr 30, 2025 | 6:09 PM

‘বেলাইন’-এর পর পরিচালক শমীক রায়চৌধুরী তৈরি করেছেন ‘মায়া সত্য ভ্রম’ ছবিটা। সেই ছবির জন্য গান গাইলেন একাধিক নামী মুখ। তমাল কান্তি হালদারের সঙ্গীত পরিচালনায় প্রথমে একটা গানের রেকর্ডিং সেরেছেন রকস্টার রূপম ইসলাম। শমীকের সঙ্গে তাঁর যোগাযোগ বহুদিনের। রূপম TV9 বাংলাকে জানালেন, ”শমীকের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। আমি ওঁর পরিবারের অংশ, আবার ও আমার পরিবারের অংশ, এরকমই আমরা দু’জন মনে করি। এই সম্পর্কের সূত্রপাত হয়েছিল একটা সেলিব্রেটেড মিউজিক ভিডিয়োর হাত ধরে। তারপর কত মিউজিক ভিডিয়ো যে আমরা একসঙ্গে করেছি, সেটা ভেবে বলতে হবে। এবার এরকম একজন শিল্পী যখন তাঁর নতুন কাজে আমার অ্যাসোসিয়েশন চায়, সেটা আনন্দের ব্যাপার। পাশাপাশি তমাল কান্তি হালদারের সঙ্গীত পরিচালনা আমার খুব পছন্দের। ‘বেলাইন’-এ দু’জনের কাজ আমার খুব ভালো লেগেছিল। ওঁরা একটা গুরুত্বপূর্ণ জুটি। তাঁরা যখন আমাকে চেয়েছে, তখন খুব আনন্দ করে গান গেয়েছি। তমালের গাওয়া গানটা শুনে, সেখানে আমার যে নিজস্বতা সেটা যোগ করতে পেরেছি, সেটা তৃপ্তি দিল। শমীকের আগামী সব কাজের জন্যই শুভেচ্ছা। এবং সেসব কাজেও আশা করি আমার অংশগ্রহণ থাকবে।” রূপমের পাশাপাশি এই ছবিতে গান গেয়েছেন তিমির বিশ্বাস, লগ্নজিতা চক্রবর্তী, শিলাজিত্‍ মজুমদার আর শ্রেষ্ঠা ডি। ছবির গীতিকার প্রলয় সরকার এবং তমাল। শঙ্খদীপ বন্দ্যোপাধ্যায়, সোহম মজুমদার, প্রিয়াঙ্কা সরকার, পিন্টু চট্টোপাধ্যায়, আলেকজান্দ্রা টেলর, শুভ্রজিত্‍ দত্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য, দেবেশ রায়চৌধুরী-র মতো বিভিন্ন নামী অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে ছবিতে। ছবির মুক্তির দিন এখনও স্থির হয়নি।