‘এত মানুষের লড়াইয়ের একটা পথ দেখা গেল…’, সঞ্জয়ের শাস্তি, স্বস্তিতে রূপাঞ্জনা
Rupanjana Maitra: ২০ জানুয়ারি সাজা ঘোষণা হল সঞ্জয় রাইয়ের। শোনা মাত্রই TV9 বাংলা যোগাযোগ করেন অভিনেত্রী রূপাঞ্জনা মৈত্রের সঙ্গে। প্রথম থেকেই এই লড়াইয়ে সামিল ছিলেন তিনি। নেমেছেন পথে, জেগেছেন রাত। এবার সাজা শুনে খানিক স্বস্তিতে অভিনেত্রী।
৯ অগাস্টের নৃশংস ঘটনায় তোলপাড় হয়েছে গোটা বিশ্ব। কলকাতার বুকে ঘটে যাওয়া নারকীয় ধর্ষণ ও হত্যাকাণ্ডে চমকে গিয়েছিলেন সকলে। তারপর দীর্ঘ ৫ মাসের লড়াই। ২০ জানুয়ারি সাজা ঘোষণা হল সঞ্জয় রাইয়ের। শোনা মাত্রই TV9 বাংলা যোগাযোগ করেন অভিনেত্রী রূপাঞ্জনা মৈত্রের সঙ্গে। প্রথম থেকেই এই লড়াইয়ে সামিল ছিলেন তিনি। নেমেছেন পথে, জেগেছেন রাত। এবার সাজা শুনে খানিক স্বস্তিতে অভিনেত্রী।
বললেন, “কোথায় গিয়ে জানতাম এটা হবে। সঞ্জয়ের যে সাজা হবে জানা ছিল। এতদিনের তদন্ত দেখে এটা বোঝা গিয়েছিল। তবে বিচারক বললেন, বিরলের মধ্যে বিরলতম ঘটনা এটা নয়। সেটাও শুনলাম। কোথাও গিয়ে ভিতর থেকে একটা স্বস্তির নিঃশ্বাস, এত মানুষের লড়াইয়ের একটা পথ দেখা গেল।”
উল্লেখ্য, শনিবার তিলোত্তমার ঘটনায় সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করে আদালত। এরপর সোমবার তার সাজা শোনায়। অপরাধীর আইনজীবীরা তার মৃত্যদণ্ড ঠেকাতে উঠেপড়েও লেগেছিলেন। অন্যদিকে, সিবিআই প্রথম থেকেই সওয়াল করছিল যাতে সঞ্জয়কে সর্বোচ্চ সাজা দেওয়া হয়। অপরদিকে, নাগরিক সমাজের একাংশ চাইছিল দোষী সঞ্জয়ের যাতে ফাঁসি হয়। এমনকী, শনিবার বিভিন্ন জায়গায় প্রতীকী ফাঁসি মঞ্চ বানানো হয়। তবে দেখা গেল আজ বিচারক অনির্বাণ দাস দোষী সঞ্জয় রাইকে আমৃত্যু যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেন।