২ ডিসেম্বর, গায়ক রূপঙ্কর বাগচীর জন্মদিন ছিল। সেদিন সকাল থেকেই অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভরে উঠছিল রূপঙ্কর বাগচীর সোশ্যাল মিডিয়া পাতা। তবে আচমকাই পরিবারে বিপত্তি। এদিন সন্ধের পরই অসুস্থ হয়ে পড়েন তাঁর স্ত্রী চৈতালী লাহিড়ি। সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের পরেরদিন এই খবর সকলকে দিয়েছিলেন গায়ক। মঙ্গলবার হাসপাতাল থেকে স্ত্রীর ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন ‘আমার ঝুটকু গতকাল আমায় ঝটকা দিয়ে হাসপাতালে ভর্তি হল!’
কী হয়েছে চৈতালী দেবীর? রূপঙ্কর বাগচী প্রাথমিকভাবে জানিয়েছিলেন, তাঁর স্ত্রী চৈতালীর ইউটিআই-এর সমস্যা দেখা দিয়েছে। সিপিআর লেবেল বেড়ে গিয়েছে। ইনফেকশন হয়েছে বলেই প্রাথমিক অনুমান। এখনও তিনি হাসপাতালেই ভর্তি। TV9 বাংলা গায়কের সঙ্গে যোগাযোগ করলেন তিনি বলেন, “এখন অনেকটা ভাল আছে। সুস্থ হয়ে উঠছে। তবে ডাক্তার বলেছেন আর এক বা দুদিন রাখতে হতে পারে। সেক্ষেত্রে ৫ কিংবা ৬ ডিসেম্বর ছুটি দেওয়া হবে।”
তবে এখন আর চিন্তার কোনও কারণ নেই। শারীরিক সমস্যা অনেকটাই কেটে গিয়েছে। সুস্থ হয়ে উঠছেন তিনি। যদিও এখনও হাসপাতালেই রয়েছেন। বেশ কিছু পরীক্ষা করা হবে বলেও খবর। রূপঙ্কর বাগচীর ২ ডিসেম্বর TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অনুষ্ঠানে আসার কথাও ছিল। শেষ মুহূর্তে পারিবারিক সমস্যার জেরেই তিনি এসে পৌঁছতে পারেননি।