ফ্যান দিলেন ৭২ কোটির সম্পত্তি, তাই নিয়ে কী করলেন সঞ্জয় দত্ত?

সঞ্জয় বলিউডের নামী পরিবারে বেড়ে উঠেছেন। জীবনে চড়াই-উতরাই কম দেখেননি তিনি। তাঁর জীবন এতটাই রঙিন যে বায়োপিক পর্যন্ত তৈরি হয়েছে অভিনেতার জীবনের আদলে। এখনও সঞ্জয়ের ছবি দেখার জন্য অপেক্ষা করে থাকেন তাঁর অনুরাগীরা।

ফ্যান দিলেন ৭২ কোটির সম্পত্তি, তাই নিয়ে কী করলেন সঞ্জয় দত্ত?

| Edited By: Bhaswati Ghosh

Jul 29, 2025 | 3:02 PM

বলিউডের কিছু তারকাকে তাঁদের অনুরাগীরা এমন ভালোবাসেন যে, পরিবারের সদস্য মনে করেন। কেউ অন্য শহর থেকে ছুটে আসেন, একবার দেখা পাওয়ার জন্য। কেউ তারকাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন। সঞ্জয় দত্তর এমন এক অনুরাগীর কাণ্ড শুনে চোখ কপালে ওঠার মতো অবস্থা নেটিজেনদের। সেই সঙ্গে এটাও বোঝা যায়, তারকা সেই অনুরাগীর পরিবারের সদস্য হয়ে উঠেছিলেন।

এই অনুরাগী যখন মারা যান, তখন বয়স হয়েছিল ৬২ বছর। সেই সময়ে তিনি নাকি ৭২ কোটি টাকার সম্পত্তি সঞ্জয় দত্তর নামে করে দিয়েছিলেন। এমন খবর চারপাশে ঘুরে বেড়ালেও, বিশ্বাস করা কঠিন। সেই কারণে একটা পডকাস্টে তারকাকেই প্রশ্ন করা হয়েছিল, সত্যি এমন কিছু ঘটেছে কিনা। এই কথা শুনে সঞ্জয় জানান, সত্যিই এমনটা ঘটেছিল।

তা হলে সেই টাকা নিয়ে কী করেছিলেন সঞ্জয়? তারকা প্রশ্নের উত্তরে জানান যে, সেই অনুরাগীর পরিবারের মানুষকে খুঁজে বের করতে হয়েছিল সঞ্জয়কে। তারপর তিনি ৭২ কোটির সম্পত্তি ফিরিয়ে দেন পরিবারের মানুষদের। এই ঘটনা সত্যিই অবাক করা। ঠিক কতটা ভালোবাসা থাকলে, পরিবারের অন্য কাউকে সম্পত্তি না দিয়ে বলিউডের কোনও তারকাকে সম্পত্তি দিয়ে যাওয়া যায় মৃত্যুর সময়, তা চর্চার বিষয় হয়ে উঠেছে।

সঞ্জয় বলিউডের নামী পরিবারে বেড়ে উঠেছেন। জীবনে চড়াই-উতরাই কম দেখেননি তিনি। তাঁর জীবন এতটাই রঙিন যে বায়োপিক পর্যন্ত তৈরি হয়েছে অভিনেতার জীবনের আদলে। এখনও সঞ্জয়ের ছবি দেখার জন্য অপেক্ষা করে থাকেন তাঁর অনুরাগীরা।