AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কেরিয়ারে বড় ভুল! হৃত্বিকের সঙ্গে সম্পর্কে জড়িয়েই বড় ক্ষতির মুখে সাবা?

Bollywood Gossip: তবে সেই সম্পর্ককে কেন্দ্র করেই আজ বিপাকে সাবা। না, হৃত্বিক রোশনের সঙ্গে তাঁর সম্পর্কে কোনও সমস্যাই হয়নি। বরং তাঁরা দিব্যি ভাল আছেন। তবে হৃত্বিকের সঙ্গে সম্পর্কের নিরিখে এ কী ঘটল সাবার সঙ্গে?

কেরিয়ারে বড় ভুল! হৃত্বিকের সঙ্গে সম্পর্কে জড়িয়েই বড় ক্ষতির মুখে সাবা?
| Updated on: Jul 03, 2024 | 8:23 PM
Share

সাবা আজাদ, বেশ কয়েকবছর ধরে তিনি খবরের শিরোনামে। কারণ একটাই, তিনি নাম করা ভয়েজ ওভার আর্টিস্ট হলেও কোথাও গিয়ে যেন তিনি এখন হৃত্বিক রোশনের প্রেমিকা নামেই পরিচিত। খবরে বারবার ফিরে আসেন হৃত্বিককে কেন্দ্র করেই। তবে সেই সম্পর্ককে কেন্দ্র করেই আজ বিপাকে সাবা। না, হৃত্বিক রোশনের সঙ্গে তাঁর সম্পর্কে কোনও সমস্যাই হয়নি। বরং তাঁরা দিব্যি ভাল আছেন। তবে হৃত্বিকের সঙ্গে সম্পর্কের নিরিখে এ কী ঘটল সাবার সঙ্গে? চর্চিত প্রেমিকা হাওয়াটাই কি কাল হল সাবার? অকালেই হারিয়ে যেতে থাকলেন লাইম লাইট থেকে। না, খবর থেকে তিনি সরেননি, তবে কাজ কোথায়? সাবার কাছে তো কোনও কাজই আসছে না।

এই প্রসঙ্গে সরব হলেন সাবা। সোশ্যাল মিডিয়ায় করেন এক দীর্ঘ পোস্ট। যেখানে সমাজ ও সামাজিক মানসিকতার দিকে তুললেন আঙুল। লিখলেন– ”আমার এক-এক সময় অবাক লাগে এটা ভাবলে যে আজ থেকে আড়াই বছর আগে ৬ থেকে ৮টা ভয়েজ ওভারের কাজ থাকত মাসে, এখন সেখান থেকে কোনও কাজ নেই মাসে। আপনি ঠিকই শুনছেন। আমি কিন্তু কাউকেই বলিনি যে আমি কাজ ছেড়ে দিচ্ছি। আমি কাউকে বলিনি আমার আগ্রহ নেই। আমি আমার পারিশ্রমিক বাড়াইনি। আমার দিক থেকে কোনও পরিবর্তনই হয়নি। আমার কোনও ধারণা নেই। আমি একমাস আগে অবধি কিছু জানতাম না, যতক্ষণ পর্যন্ত না এক পরিচালকের সঙ্গে দেখা করি। তিনি যখন মুম্বইয়ে পা রাখলেন, আমি বাধ্য হয়ে জিজ্ঞেস করে বসি, কেউ কেন আমায় ফোন করে না? কী হয়েছে? তারপর তিনি যা বললেন, আমি শুনে অবাক। বললেন, আমরা ভেবেছিলাম, তুমি হয়তো আর কাজ করতে চাইবে না। তিনি যথেষ্ট পরিচিত, নাম করা দাপুটে পরিচালক। তবে তিনি মনে করেছিলেন, আমি যার সঙ্গে সম্পর্কে আছি, কারণ নাকি তিনি।” অর্থাৎ হৃত্বিক রোশনকে যিনি ডেট করছেন, তাঁর আর চাকরির প্রয়োজন কোথায়?