দুঃস্থ ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়ানোর ডাক সব্যসাচীর, অভূতপূর্ব সাড়া মিলল সোশ্যাল মিডিয়ায়

পড়াশোনাতে মেধাবী সব্যসাচীর সব দেখে বক্তব্য, "পড়াশোনা আমি ভালোবাসি, তাই চাই না তা থেকে কেউ বঞ্চিত হোক।"

দুঃস্থ ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়ানোর ডাক সব্যসাচীর, অভূতপূর্ব সাড়া মিলল সোশ্যাল মিডিয়ায়
সব্যসাচী চৌধুরী।

May 08, 2021 | 10:07 PM

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশে করে অভিনয়ের নেশায় পড়াশোনাকে কেরিয়ার বানাননি অভিনেতা সব্যসাচী চৌধুরী। অভিনয়ের জন্য পিএইচডি’র ইচ্ছে সাময়িক ভাবে বিসর্জন দিলেও পড়াশোনা তাঁকে ছেড়ে যায় নি। ছোট পর্দায় যাকে আপনারা ‘বামাখ্যাপা’ বলে চেনেন। এ বার দুঃস্থ ছাত্রছাত্রীদের বিনামূল্যে পড়ানোর ডাক দিলেন তিনি। অভূতপূর্ব সাড়া মিলল সোশ্যাল মিডিয়ায়।

ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি জানান, আর্থিক কষ্টে যে সব ছাত্রছাত্রী এই সময় পড়াশোনা চালিয়ে যেতে পারছেন না, প্রাইভেট টিউশনে পড়া যাঁদের কাছে এখন শুধুই বিলাসিতা তাঁদের জন্য একেবারে বিনে পয়সায় পড়ার সুযোগ করে দিচ্ছেন চার ব্যক্তি। তাঁদের মধ্যে একজন পড়াবেন ১১/১২ ক্লাসের পদার্থবিজ্ঞান আবার কেউ বা পড়াবেন ৬-১০ আর্টস গ্রুপ, কেউ আবার ১১/১২-র ইংরেজি।

 

আরও পড়ুন-‘…হাতে এত কাটা দাগ কেন’, রক্তদানের ছবি পোস্ট করতেই স্বস্তিকাকে প্রশ্ন নেটিজেনের, অভিনেত্রীর উত্তর…

সব্যসাচী আরও যোগ করেন, “যদি কেউ বিনাপয়সায় ছাত্রছাত্রীদের গাইড করতে চান তবে নিচে কমেন্ট সেক্শনে নিজের ডিটেলস এবং সাবজেক্ট ডিটেলস লিখে দিন, যাতে যে কোনো দুঃস্থ ছাত্রছাত্রী খুব সহজেই আপনার সাথে যোগাযোগ করতে পারে।” সাড়া মিলেছে বেশ ভালই। কমেন্ট সেকশনে অনেকেই বিনামূল্যে ওই সব ছাত্রছাত্রীদের পড়ানোর অঙ্গীকার করেছেন। তাঁদের মধ্যে কেউ জীবন বিজ্ঞান পড়ান, কেউ অঙ্ক আবার কেউ বা সংস্কৃত। নিজেদের তাগিদেই এগিয়ে এসেছেন ওঁরা। পড়ানোর তাগিদে। শিক্ষাদানের তাগিদে।

পড়াশোনাতে মেধাবী সব্যসাচীর সব দেখে বক্তব্য, “পড়াশোনা আমি ভালোবাসি, তাই চাই না তা থেকে কেউ বঞ্চিত হোক।”