এই জানুয়ারিতেই নতুন শুরু, অতীত দূরে রেখে সুখবর সব্যসাচীর

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 15, 2024 | 10:06 PM

Sabyasachi Chowdhury: একটা নতুন বছর, নতুন করে বেঁচে থাকার প্রয়াস। নতুন কাজ, নতুন ইচ্ছে। এত নতুনের মাঝে অভিনেতা সব্যসাচী চৌধুরীর জীবনেও এক নতুন খবর। যা জানতে পেরে বেজায় খুশি ভক্তরা। একব্যাকে তাঁরা বলছেন, "এমনটাই তো চেয়েছিলাম"। কী করেছেন সব্যসাচী?

এই জানুয়ারিতেই নতুন শুরু, অতীত দূরে রেখে সুখবর সব্যসাচীর
সব্যসাচী চৌধুরী।

Follow Us

একটা নতুন বছর, নতুন করে বেঁচে থাকার প্রয়াস। নতুন কাজ, নতুন ইচ্ছে। এত নতুনের মাঝে অভিনেতা সব্যসাচী চৌধুরীর জীবনেও এক নতুন খবর। যা জানতে পেরে বেজায় খুশি ভক্তরা। একব্যাকে তাঁরা বলছেন, “এমনটাই তো চেয়েছিলাম”। কী করেছেন সব্যসাচী? প্রেমিকা ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর পর নিজেকে কার্যত গুটিয়ে নিয়েছিলেন সব্যসাচী। সামাজিক মাধ্যম থেকেও বিদায় জানিয়েছিলেন তিনি। টিভিনাইন বাংলাকে অতীতে একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন, “সামাজিক মাধ্যমে ফিরে কী লাভ”? এও বলেছিলেন, সোশ্যাল মিডিয়ায় আর কিছু লিখবেন না তিনি। তিনি লেখালিখি করেন, এ কথা সকলেই জানতেন। লেখার অনুপ্রেরণা ছিলেন ঐন্দ্রিলাই। তাই সব্যসাচীর মুখে লেখালিখি বন্ধ করার কথা শুনতেই ভক্তদের হয়েছিল মন খারাপ। তবে এত মন খারাপের মধ্যেই এক ভাল খবর, যা নিজেই দিলেন অভিনেতা।

এই বইমেলাতেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন বই। বইমেলায় আসছে ‘পরাশরের ডায়েরি’। এর আগেও বইমেলায় বই বেরিয়েছে তাঁর। মাঝে বন্ধ থাকলেও আবার নতুন উদ্যমে কাজ শুরু। আদিভৌতিক ও অলৌকিক বিষয় এই বইয়ের প্রধান উপজীব্য। মোট তিনটি গল্প রয়েছে এই বইয়ে। তা হল, ‘কড়াঝোড়ার শ্মশানে’, ‘মায়াবেড়ি’ ও ‘জন্ম জলাশয়’। অভিনেতা হিসেবে নিজেকে আগেই প্রমাণ করেছে, এই ভূমিকায় দর্শক তাঁকে কতটা সাদরে গ্রহণ করেন, এখন সেটাই দেখার।

Next Article