
‘কথা’ ধারাবাহিকের ৫০০তম এপিসোড সম্পূর্ণ হলো। কয়েক বছর পিছিয়ে গেলে দেখা যাবে, কিছু ধারাবাহিক ২৫০০ পর্ব পেরিয়েছে। কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। অধিকাংশ ধারাবাহিক বন্ধ হচ্ছে ৩০০ এপিসোড পেরিয়েই। আবার কিছু ধারাবাহিক দু’ মাসে বন্ধ হয়ে যাচ্ছে। তাই সাহেব ভট্টাচার্য আর সুস্মিতা দে অভিনীত ধারাবাহিক ৫০০ এপিসোড পেরিয়েও দর্শকদের প্রিয় রয়েছে বলে, শহরে একটা বিশেষ পার্টির আয়োজন করা হয়েছে। শনিবার রাতে হবে এই পার্টি। সাহেব ভট্টাচার্যর তরফে যে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে, সেখানে লেখা আছে – ‘রাত উপভোগ করুন, মদ খান কিন্তু গাড়ি চালাবেন না’!
সাহেবের তরফে এমন বার্তা আসার পর টলিপাড়ার অনেকে মনে করছেন, এবার থেকে সকলকে সতর্ক করার জন্য বিভিন্ন আমন্ত্রণপত্রে এরকম লাইন লেখা থাকতে পারে। বেশ কিছু বছর পিছিয়ে গেলে দেখা যাবে সাহেবের বান্ধবী ছিলেন সোনিকা সিং চৌহান। গাড়ি দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছিল। সম্প্রতি বাংলা ধারাবাহিকের পরিচালক ভিক্টো মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একজন নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। তার গাড়ির ধাক্কায় আহত হয়েছেন কয়েকজন। টলিপাড়ায় দু’-চারবার এমন ঘটনা ঘটে গিয়েছে বলেই, এবার পার্টি করার সময়ে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে।
সম্প্রতি এই ধারাবাহিকের গল্পে পরিবর্তন এসেছে। সাহেব এখন যে চরিত্রটা করছেন, সে মদ্যপ। তার সারা শরীরে রাগ। আবার সুস্মিতা ভীষণ প্রাণবন্ত একটা চরিত্র করছেন। এই দুই চরিত্রের প্রেম হবে কীভাবে, তা নিয়েই এগোবে ৫০০ এপিসোডের পরের গল্প। দর্শকের ভালোবাসায় এই ধারাবাহিক ৭০০ বা ৮০০ এপিসোড ছুঁতে পারে কিনা, এখন সেটাই দেখা অপেক্ষা। পাশাপাশি ব্যক্তিগত জীবনে সাহেব-সুস্মিতা একে-অন্যকে পার্টনার হিসাবে বেছে নেবেন কিনা, সেই দিকে তাকিয়ে রয়েছেন তাঁদের অনুরাগীরা।