পুরোনো কথা-এভিকে কি আর দেখতে পাওয়া যাবে? কী বলছেন সাহেব

সাহেব যোগ করলেন, ''নতুন চরিত্রটার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে। আমাদের হইহই করে শুটিং হতো। বেশিরভাগ দৃশ্যে মজা থাকত। কিন্ত যেহেতু নতুন চরিত্রটা অন্যরকম, প্রস্তুতিও আলাদা। গলার স্বর বদলানোর চেষ্টা করেছি। আমি নতুন চরিত্রটার জোনে থাকার চেষ্টা করছি। শুটিং ফ্লোরে মজা করা কমিয়েছি। আশা করছি আগামী দিনে, এই চরিত্রটাও মানুষের প্রিয় হয়ে উঠবে। কথার চরিত্রটার জন্যও সুস্মিতাকে নিজেকে ভাঙতে হচ্ছে অনেকটা। যেহেতু রাস্তায় খেলা দেখায়, ফিটনেসের দিকে সতর্ক থাকতে হচ্ছে। কথা বলার ধরন বদলাতে হয়েছে।

পুরোনো কথা-এভিকে কি আর দেখতে পাওয়া যাবে? কী বলছেন সাহেব

| Edited By: Bhaswati Ghosh

Apr 24, 2025 | 7:57 PM

 

‘কথা’ ধারাবাহিকের দুই চরিত্র এভি আর কথা। সাহেব ভট্টাচার্য আর সুস্মিতা দে-কে দেখা যেত এই দুই চরিত্রে। তবে হঠাত্‍ গল্পে বড় পরিবর্তন এসেছে। মারা গিয়েছে কথা। তা হলে গল্পে কীরকম মোড় আসবে? TV9 বাংলাকে সাহেব জানালেন, ”কথা একটা বোমা বিস্ফোরণে মারা গিয়েছে। তারপর থেকে আমরা যে এভির চরিত্রটা দেখছি, সেটা আগের চেয়ে একদম আলাদা। আগের মতো প্রাণচ্ছল নয়। একদম হাসিখুশি নয়। মদ্যপ আর সারাক্ষণ অন্ধকারের মধ্যে থাকে। নিজের উপর কোনও যত্ন নেই। এভির কোনও চিহ্ন আর পাওয়া যায় না এর মধ্যে। এই মানুষটা অনেক শোক, রাগ সব কিছুর মধ্যে পুড়ে তৈরি হয়েছে। ওর মধ্যে প্রচণ্ড রাগ। কারণ ও বিশ্বাস করে কথাকে ওই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। উল্টোদিকে আর একটা চরিত্রকে দেখানো হচ্ছে, যার নাম বুলি। যে খুব প্রাণবন্ত। দিনের আলোর মতো ঝকঝকে সে। তাকে দেখতে কথার মতো। এখন প্রশ্ন হলো, এটাই কি কথা? সেসব প্রশ্নের উত্তর আস্তে-আস্তে পাওয়া যাবে। এই দুই চরিত্র কীভাবে কাছাকাছি আসবে, সেটা নিয়েই এগোবে সামনের গল্প। এরা একে অপরের পরিপূরক কীভাবে হবে, সেটা দেখার। নতুন গল্পে এই দুই চরিত্রের এখনও দেখা হয়নি।”

কথা-এভি জুটি দর্শকের ভীষণ পছন্দের। সেই নিরিখে এই ধরনের পরিবর্তন কতটা দরকার ছিল? সাহেব খোলসা করলেন, ”এই বদলগুলো দরকার ছিল। কারণ এক বছর তিন মাস ধরে এভি হয়ে বেঁচেছি। সেটাকে যতটা সম্ভব বাস্তবের কাছাকাছি করার চেষ্টা করেছি। মৃত্যুর দৃশ্যের শুটিং যখন করলাম, দেখলাম সব অভিনেতারা কাঁদছেন। দেখলাম টেকনিশিয়ানদের চোখ ভিজে গিয়েছে।” এরপর সাহেব যোগ করলেন, ”নতুন চরিত্রটার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে। আমাদের হইহই করে শুটিং হতো। বেশিরভাগ দৃশ্যে মজা থাকত। কিন্ত যেহেতু নতুন চরিত্রটা অন্যরকম, প্রস্তুতিও আলাদা। গলার স্বর বদলানোর চেষ্টা করেছি। আমি নতুন চরিত্রটার জোনে থাকার চেষ্টা করছি। শুটিং ফ্লোরে মজা করা কমিয়েছি। আশা করছি আগামী দিনে, এই চরিত্রটাও মানুষের প্রিয় হয়ে উঠবে। কথার চরিত্রটার জন্যও সুস্মিতাকে নিজেকে ভাঙতে হচ্ছে অনেকটা। যেহেতু রাস্তায় খেলা দেখায়, ফিটনেসের দিকে সতর্ক থাকতে হচ্ছে। কথা বলার ধরন বদলাতে হয়েছে। দর্শকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, নতুন প্রোমো তাঁদের বেশ পছন্দ হয়েছে। তবে আফসোস একটা আছে। পুরোনো কথা আর এভিকে আর দেখতে পাওয়া যাবে না! যদিও এটা প্রেমের গল্প। কীভাবে সেই প্রেম হবে, সেটাই দেখতে হবে।”