
প্রভাস অভিনীত বহুচর্চিত ছবি ‘কল্কি’র সিক্যুয়েল নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। প্রথম পর্বে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোনকে। তবে সিক্যুয়েলে তাঁকে আর দেখা যাবে না অভিনেত্রীকে সেকথা ইতিমধ্যেই স্পষ্ট। সুত্রের খবর এই পরিস্থিতিতে নাকি নতুন অভিনেত্রীর সন্ধান শুরু করেছেন নির্মাতারা। জানেন কোন অভিনেত্রীকে দেখা যাবে দীপিকার পরিবর্তে? আট ঘন্টা কাজের দাবিতে একের পর এক কাজ থেকে বাদ পড়ছেন দীপিকা। ‘স্পিরিট’ ছবিতে তাঁর পরিবর্তে দেখা যাবে তৃপ্তি দিমরিকে। এবার কল্কি ২ দীপিকার পরিবর্তেকে আসবেন তা নিয়ে জল্পনা তৈরী হয়েছে।
এবার দীপিকা পরিবর্তে উঠে আসছে দক্ষিণী ছবির জনপ্রিয় মুখ সাই পল্লবীর নাম। ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর অনুযায়ী, কল্কি ২-এর মহিলা প্রধান চরিত্রের জন্য একাধিক অভিনেত্রীর নাম আসছিল। সেই তালিকায় এখন সবচেয়ে এগিয়ে সাই পল্লবী। তাঁর অভিনয়, পর্দায় উপস্থিতি এবং শক্তিশালী চরিত্র ফুটিয়ে তোলার দক্ষতাই নাকি নির্মাতাদের নজর কেড়েছে।
প্রথম পর্ব কল্কি ২৮৯৮ এডি মুক্তির পর থেকেই ছবির পরবর্তী কাহিনি ও চরিত্র নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে। গল্পের গুরুত্বপূর্ণ অংশ ছিল দীপিকা পাড়ুকোনের চরিত্র। তাই সিক্যুয়েলে সেই জায়গায় নতুন মুখ আসা নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। যদিও শোনা যাচ্ছে, সিক্যুয়েলে চরিত্রের ধরনেও কিছুটা বদল আসতে পারে।
তবে এখনও পর্যন্ত নির্মাতাদের তরফে সাই পল্লবীর নাম নিয়ে কোনও ঘোষণা করা হয়নি। ফলে এই মুহূর্তে বিষয়টি গুঞ্জন তুঙ্গে। ছবির প্রযোজনা সংস্থা বা অভিনেত্রীর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে দর্শকদের।
সব মিলিয়ে এখন ভক্তদের নজর নির্মাতাদের ঘোষণার দিকে। সত্যিই কি দীপিকার জায়গায় সাই পল্লবী আসছেন, না কি চমক এখনও বাকি তা সময়ই বলবে।