সলমনের এমন ভুঁড়ি হলো কবে! সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং শুরু

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। দুই পাশে দুই সুন্দরীকে নিয়ে এক-একটা নাচের স্টেপ করতে গিয়ে প্রায় ক্লান্ত হয়ে যাচ্ছেন সলমন। যদিও তাঁর মুখে আনন্দের হাসি ফিকে হয়নি। কিন্তু কেলেঙ্কারি কাণ্ডটা হলো, টি-শার্টের মধ্যে থেকে উঁকি দিয়েছে ভাইজানের ভুঁড়ি! প্রায় ৬০ ছোঁয়ার মুখে দাঁড়িয়ে সলমন খান। এই বয়সে কোনও পুরুষের ভুঁড়ি হলে, তাঁকে এমন ট্রোলিংয়ের মুখে পড়তে হয় না। তবে শাহরুখ খান বা সলমন খানের ক্ষেত্রে কোনও ছাড় নেই।

সলমনের এমন ভুঁড়ি হলো কবে! সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং শুরু

| Edited By: Bhaswati Ghosh

May 13, 2025 | 12:29 PM

সলমন খান দুই পাশে দুই সুন্দরীকে নিয়ে নাচবেন, এ আর নতুন কী! অনেক সময়ে স্টেজ শোয়ে ভাইজানকে দেখা গিয়েছে এভাবে। আবার বলিউডের বহু ছবিতে এমন দৃশ্যে জাদু করেছেন সলমন। কিন্তু ভাইজানের যে কী হয়েছে, বোঝা দায়। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। দুই পাশে দুই সুন্দরীকে নিয়ে এক-একটা নাচের স্টেপ করতে গিয়ে প্রায় ক্লান্ত হয়ে যাচ্ছেন সলমন। যদিও তাঁর মুখে আনন্দের হাসি ফিকে হয়নি। কিন্তু কেলেঙ্কারি কাণ্ডটা হলো, টি-শার্টের মধ্যে থেকে উঁকি দিয়েছে ভাইজানের ভুঁড়ি! প্রায় ৬০ ছোঁয়ার মুখে দাঁড়িয়ে সলমন খান। এই বয়সে কোনও পুরুষের ভুঁড়ি হলে, তাঁকে এমন ট্রোলিংয়ের মুখে পড়তে হয় না। তবে শাহরুখ খান বা সলমন খানের ক্ষেত্রে কোনও ছাড় নেই। বরাবর নিজেরাই বুঝিয়ে দিয়েছেন বয়স বাড়ে না তাঁদের। নির্মেদ চেহারার ব্র্যান্ড অ্যাম্বাসাডর তাঁরা। কিন্তু ছন্দপতন যে হয়েছে, তা স্পষ্ট। একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ”সলমন খানকে খুনের হুমকি দেওয়া হয়েছে কিছুদিন আগেই। তাই বাড়ির বাইরে বেরিয়ে সাইকেল চালিয়ে বা দৌড়ে তাঁর পক্ষে রোগা হওয়া সম্ভব নয়। বাড়ির মধ্যে যোগাসন করতে পারতেন! তা হলে এমন ভুঁড়ির ভার নিতে হতো না”। সলমন খানের কিছু অনুরাগী এটাকে বাল্কিং ফেজ বলে চিহ্নিত করেছেন। কারও বক্তব্য এই বছর যেভাবে ঈদে সলমন খানের ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, তাতে ডিপ্রেশনে চলে গিয়েছেন সলমন। নিজের শরীরের প্রতি আর যত্নবান হচ্ছেন না। বড়পর্দায় ভাইজানকে যেমনই দেখতে লাগুক, তাঁর আসল চেহারা যদি এমন হয়, তা চর্চার বিষয় হবেই।