মালাইকা ‘মুন্নি বদনাম হুয়ি’ নাচুন, চাননি সলমন আর আরবাজ

বলিউড সুপারস্টার সলমন খানের ‘দাবাং’ শুধু ব্লকবাস্টারই হয়নি, বরং এটি বলিউডের ‘কপ ইউনিভার্স’-এরও সূচনা করেছিল। ছবির অন্যতম প্রধান আকর্ষণ ছিল চার্টবাস্টার গান ‘মুন্নি বদনাম হুয়ি’, যেখানে মালাইকা অরোরা পারফর্ম করেছিলেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক অভিনব কাশ্যপ জানিয়েছেন, সলমন এবং আরবাজ খান শুরুতে মালাইকাকে এই আইটেম গানটি করতে দিতে রাজি ছিলেন না। পরে কীভাবে মলাইকা তাঁদের রাজি করান, তা-ও তিনি জানিয়েছেন।

মালাইকা মুন্নি বদনাম হুয়ি নাচুন, চাননি সলমন আর আরবাজ

| Edited By: Bhaswati Ghosh

Sep 09, 2025 | 3:35 PM

বলিউড সুপারস্টার সলমন খানের ‘দাবাং’ শুধু ব্লকবাস্টারই হয়নি, বরং এটি বলিউডের ‘কপ ইউনিভার্স’-এরও সূচনা করেছিল। ছবির অন্যতম প্রধান আকর্ষণ ছিল চার্টবাস্টার গান ‘মুন্নি বদনাম হুয়ি’, যেখানে মালাইকা অরোরা পারফর্ম করেছিলেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক অভিনব কাশ্যপ জানিয়েছেন, সলমন এবং আরবাজ খান শুরুতে মালাইকাকে এই আইটেম গানটি করতে দিতে রাজি ছিলেন না। পরে কীভাবে মলাইকা তাঁদের রাজি করান, তা-ও তিনি জানিয়েছেন।

অভিনব জানান, আরবাজ খান তখন স্ত্রী মালাইকাকে ‘আইটেম গার্ল’ বলে চিহ্নিত করা হোক, সেটা মেনে নিতে পারছিলেন না। তিনি বলেন, “ওঁর (আরবাজের) এটা একেবারেই পছন্দ হয়নি যে তার স্ত্রীকে ‘আইটেম গার্ল’ হিসেবে দেখা হবে। সলমন ও আরবাজ, তাঁরা যাই বলুক না কেন, প্রকৃতপক্ষে খুব রক্ষণশীল মুসলিম। মালাইকার পোশাক নিয়েও সলমনের সঙ্গে তাঁর মতভেদ ছিল। তাঁরা চাইছিলেন না মালাইকা এই গানটা করুক।”

কিন্তু মালাইকা নিজের অবস্থান কীভাবে বজায় রেখেছিলেন, সে প্রসঙ্গে অভিনব বলেন, “কিন্তু মালাইকা একজন দৃঢ়চেতা এবং স্বাধীনচেতা নারী, সে নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। যখন তাঁকে এই গানটির প্রস্তাব দেওয়া হয়, সে সঙ্গে-সঙ্গে রাজি হয়ে যায়। আরবাজকে রাজি করাতে কিছুটা সময় লেগেছিল। মালাইকা তাঁকে বলেছিল, ‘এতে কিছুই অশ্লীল নেই, কেবল নাচই তো করছি, গানটিতে আমাদের পরিবারবর্গের লোকই রয়েছে, তা হলে ভয় কীসের?’ এবং অবশ্যই, গানটি তখন রেকর্ড ভেঙে দিয়ে দারুণ হিট হয়ে যায়।”

পরিচালক আরও জানান, সলমন খান প্রাথমিকভাবে গানটির অংশ ছিলেন না, তবে গানটি ভালো হওয়ার সম্ভাবনা বুঝতে পেরে তিনি নিজেই এতে যুক্ত হতে চান। পরে গানটির সিকোয়েন্স আবার সাজানো হয় যাতে সলমন, সোনু সুদ এবং মালাইকা একসঙ্গে উপস্থিত থাকেন।