শীঘ্রই ফিরছি… পেশি ফুলিয়ে ফের তৈরি সলমন, বিষ্ণোই গ্যাংকে চ্যালেঞ্জ ছুঁড়লেন ‘সিকন্দর’?
তিনি বলিউডের দাবাং খান। তিনিই সুলতান, তিনিই টাইগার। তাঁকে হুমকি দিয়ে দমিয়ে রাখা বেশ কষ্টসাধ্য। তাই তো নিরাপত্তার ঘেরাটপে শুটিংও করছেন। ছবির প্রচারও সারছেন।

তিনি বলিউডের দাবাং খান। তিনিই সুলতান, তিনিই টাইগার। তাঁকে হুমকি দিয়ে দমিয়ে রাখা বেশ কষ্টসাধ্য। তাই তো নিরাপত্তার ঘেরাটপে শুটিংও করছেন। ছবির প্রচারও সারছেন। বুলেট প্রুফ ঢাকা বারান্দায় দাঁড়িয়ে ইদের শুভেচ্ছাও জানাচ্ছেন। আর এবার সলমন যেটা করলেন, তা রীতিমতো লরেন্স বিষ্ণোইয়ের দলকে চ্য়ালেঞ্জ ছুঁড়ে দেওয়ার মতো ঘটনা।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সলমনের নতুন ছবি ‘সিকন্দর’ বক্স অফিসে ডাহা ফ্লপ। এবারের ইদে অ্য়াকশন অবতারে পর্দায় এসেও, অনুরাগীদের মন জিততে পারেননি সলমন। তিনি হয়তো টের পেয়েছেন, ফ্য়ানদের মন জয় করতে আরও কসরত বাকি তাঁর। আর সেই কারণেই জিমখানায় আরও কঠিন পরিশ্রমে নিজেকে ব্যস্ত করে দিলেন সলমন। সঙ্গে প্রচ্ছন্নভাবে সলমন যেন বিষ্ণোইয়ের চ্যালেঞ্জ ছুঁড়লেন।
সম্প্রতি সলমন তাঁর ইনস্টাগ্রামে জিমখানা থেকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। পেশি বহুল শরীরে, সলমন স্পষ্ট জানাচ্ছেন, যাঁরা প্রাণে মারতে চান, তাঁরাই বাঁচার অনুপ্রেরণা। সঙ্গে বলিউডের দাবাং খান বুঝিয়ে দিলেন, শীঘ্রই তিনি ফিরছেন, একেবারে মারকাটারি লুকে।
এই খবরটিও পড়ুন
View this post on Instagram





