
পহেলগাঁওয়ে জঙ্গিহামলা নিয়ে গোটা দেশে এখনও আতঙ্কে। পর্যটকদের উপর এমন হামলার নিন্দা গোটা দুনিয়ায়। পাকিস্তানের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভে ফুঁসছে ভারতীয়রা। ঠিক এরই মাঝে বড় সিদ্ধান্ত নিলেন বলিউডের ভাইজান সলমন খান!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। একের পর এক ফ্লপ দিয়ে সলমনের এখন ফিল্মি কেরিয়ার ডামাডোলে। সিকন্দর অবতারে এসেও, দর্শকদের মন জয় করতে পারেননি সলমন। তার উপর ভাইজানের ঘাড়ে ঝুলছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের প্রাণনাশের হুমকি। ঠিক এরই মাঝে বড় সিদ্ধান্ত নিলেন সলমন। নিন্দুকরা বলছেন, সলমনের এই সিদ্ধান্ত একেবারেই আতঙ্কের থেকে নেওয়া।
কী এমন সিদ্ধান্ত নিলেন বলিউডের দাবাং খান?
লরেন্স বিষ্ণোই গ্যাং থেকে পাওয়া প্রাণনাশের হুমকি পর থেকেই নিরাপত্তা বাড়িয়েছে সলমন। বুলেট প্রুফ গাড়ি থেকে বাড়ির বারান্দাতেও বুলেট প্রুফ কাচ। বাড়ানোও হয়েছে নিরাপত্তারক্ষীর সংখ্যা। সেই নিরাপত্তার খাতিরেই ইংল্য়ান্ডে তাঁর অনুষ্ঠান দ্য বলিউড বিগ ওয়ান শো পিছিয়ে দিলেন ভাইজান। সোশাল মিডিয়ায় স্পষ্ট লিখলেন, কাশ্মীরের ঘটনায় সবাই ভারাক্রান্ত। সেই কারণেই ৪ ও ৫ মের অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হল। দেশের এমন পরিস্থিতিতে এমন অনুষ্ঠান করা অনুচিত।