
বলিউড সুপারস্টার সলমন খানকে ঘিরে আবারও উঠল নিরাপত্তার প্রশ্ন। সোমবার সকালে নতুন করে প্রাণনাশের হুমকি পেলেন ভাইজান। জানা গিয়েছে, মুম্বই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইন নম্বরের হোয়াটসঅ্যাপে এদিন আচমকা এক মেসেজ আসে, যেখানে বলা হয়— সলমন খানকে তাঁর বাড়িতে ঢুকে খুন করা হবে এবং তাঁর গাড়ি বোম মেরে উড়িয়ে দেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুম্বই ট্র্যাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি এই হুমকি পাঠান। যাতে সরাসরি বলা হয়, সলমন খানকে তাঁর বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢুকে হত্যা করা হবে। এই হুমকির পরই মুম্বই পুলিশ একটি লিখিত অভিযোগ দায়ের করেছে এবং তড়িঘড়ি তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি সলমন খানের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে খবর।
প্রসঙ্গত, গত দুই বছরে একের পর এক হত্যার হুমকি পাচ্ছেন সলমন খান। এই নিয়ে পাঁচবার মৃত্যুর হুমকি পেলেন সুপারস্টার। গত বছর, তাঁর বাড়ির সামনে কখনও গুলি চালানোর ঘটনা ঘটে, কখনও আবার ফোনে হুমকি মেলে, কখনও ইমেল মারফৎ আসে হুমকি। সেই ঘটনার পর থেকেই অভিনেতার নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছিল। তার মাঝেই চলছে শুটের কাজ, বিভিন্ন অনুষ্ঠানে চেষ্টা করছেন ভাইজান উপস্থিত থাকার। যদিও নিরাপত্তা ব্যবস্থা দিন দিন আরও বাড়িয়ে তোলা হচ্ছে।