ওটিটি নয়, সিনেমাহলে রিলিজ করুন ‘রাধে’, ভাইজানের কাছে লিখিত অনুরোধ
গত নভেম্বর মাসে এ চিঠির ঘোষণা হয়ে গিয়েছিল। তবে আজ প্রকাশ্যে এল সেই চিঠি।
আকাশচুম্বী ভক্তকূল ভাইজানের (Salman Khan)। অগুন্তি ফ্যান ক্লাব, পেজ রয়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্ষণে ক্ষণে তারা সলমন খানের ছবি-ভিডিও পোস্ট করে চলে ফেসবুক-ইনস্টাগ্রামে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে চাউর হয়ে যায় এক খবর। সলমন অভিনীত নতুন ছবি ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ ওটিটিতে মুক্তি পেতে চলেছে। খবর এও পাওয়া যায়, যে কোভিড কারণে ওটিটিতে প্রথম মুক্তি পাবে এ ছবি। আসন সংখ্যা কমিয়েও সিনেমাহলে ‘হাউসফুল’-এর বোর্ড দেখা ভার, এমত এক পরিস্থিতিতে ফিল্ম এগজিবিটরের একাংশ খোলা চিঠি লেখে সলমন খানকে। তাঁরা আর্জি জানান, ‘রাধে’র মুক্তি হোক বড় স্ক্রিনে। আশা করা যায় ছবির মুক্তিতে লাভের মুখ দেখতে পারেন এগজিবিটর।
আরও পড়ুন আমার কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল, ভাবছিলাম পাইলট হব: মনীশ বহেল
শোনা যাচ্ছিল, গত নভেম্বর মাসে চিঠির ঘোষণা হয়ে গিয়েছিল। তবে আজ প্রকাশ্যে এল সেই চিঠি। লিখিত চিঠিতে তাঁরা সলমন খানকে অনুরোধ জানিয়েছেন ইদে যেন প্রেক্ষাগৃহে রিলিজ করা হয় ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’।
‘রাধে’-তে সলমন খানকে দেখা যাবে তাঁর ‘ভারত’ ছবির নায়িকা দিশা পাটানির সঙ্গে। দিশা ছাড়াও ছবিতে রয়েছেন রণদীপ হুডা এবং জ্যাকি শ্রফ। ‘রাধে’ ছাড়াও সলমন খান পূজা হেগড়ের সঙ্গে আরেকটি ছবিতে অভিনয় করছেন। ‘কভি ইদ কভি দিওয়ালি’। গত বছর সলমন ঘোষণা করেন ২০২১ ইদে মুক্তি পাবে , ‘কভি ইদ কভি দিওয়ালি’।