Salman Khan Controversey: ‘প্রেমিকারা জীবনে আসেই জীবন ধ্বংস করতে’, চাঞ্চল্য়কর মন্তব্য ভাইজানের

Salman Khan: সাল্লু বলেন, কাউকে জান বলার অধিকার দেব না। জান থেকে শুরু হয় তারপর জান নিয়ে নেয়।"

Salman Khan Controversey: প্রেমিকারা জীবনে আসেই জীবন ধ্বংস করতে, চাঞ্চল্য়কর মন্তব্য ভাইজানের
সলমন খান-- ভক্তদের সঙ্গে খারাপ ব্যবহার করার ফলে একাধিকবার কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। সলমন খানের বিরুদ্ধে আইনি পদক্ষেপও করা হয়েছিল এই কারণে। সলমন খান ফোনই নিয়ে নিয়েছিলেন এক ভক্তের।

| Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Apr 14, 2023 | 5:05 PM

নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান (Kisi ka Jaan, Kisi Ka Jaan)‘ মুক্তি পাওয়ার আগে ‘দ্য কপিল শর্মা শো (The Kapil Sharma Show)‘য়ে দেখা গেল বলিউডের ভাইজান সলমন খানকে (Salman Khan)। যদিও এখনও সম্প্রচার হয়নি এপিসোডটি। তবে তার আগেই এপিসোডের একটি প্রোমো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। । যেখানে প্রাক্তন প্রেমিকাদের নিয়ে মুখ খুললেন তিনি। শুধু তাই নয়, প্রেমিকারা নাকি তাঁর জীবন ধব্বংস করে দিয়েছেন, এরকম চাঞ্চল্যকর অভিযোগ আনছেন তিনি। আর কী বলছেন ভাইজান?

সলমনের কাছে কপিলের প্রশ্ন ছিল, “ভাইতো আপনাকে সবাই বলে। কিন্তু জান বলার অধিকার কাকে দিয়েছেন?” উত্তরে সাল্লু বলেন, কাউকে জান বলার অধিকার দেব না। জান থেকে শুরু হয় তারপর জান নিয়ে নেয়।” এখানেই শেষ নয়, আরও যোগ করেন, “প্রথমে বলবে আমি তোমার সঙ্গে খুব ভাল আছি। আমি এতটাই সুন্দর যে আমার জন্য সময়  বের করাই যায়। তারপর আসবে আই লাভ ইউ। আর তারপরই জীবন শেষ।” মজা করে শেষে এও বলেন,আসলে পুরো ব্যাপারটা ঠিক একরম, পরই থাকে জান নিয়ে নেবো। তারপর আবার একজনের জান নেবে।”

৫৭ বছর বয়সে এখনও নিজেকে সিঙ্গল বলে দাবী করেন ভাইজান। অতীতে সঙ্গীতা বিজলানি, ক্যাটরিনা কাইফ,ঐশ্বর্যা রাই বচ্চনসহ একাধিক তারকার সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। বিগত কিছুদিন ধরেই তাঁর ছবির নায়িকা পূজা হেগড়ের সঙ্গেও নাম জুড়েছে। তবে পূজা অবশ্য জানিয়েছেন, সবটাই রটনা। এরই মাঝে প্রাক্তন প্রেমিকাদের খোঁচা দিলেন বজরঙ্গি ভাইজান? যা নিয়ে বেশ গুঞ্জন শুরু হয়েছে বলিপাড়ায়।