
শাহরুখ খান ও ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত দেবদাস বলিউডের অন্যতম চর্চিত ছবি। সঞ্জয়লীলা ভনসালি যখনই ক্যামেরার পিছনে থেকেছেন, তখনই যেন বলিউড এক নতুন স্বাদের ছবি পেয়েছে। দেবদাস সেই তালিকায় থাকা অন্যতম ছবি। যেখানে শাহরুখ ঐশ্বর্যের রোম্যান্স সকলের নজর কেড়েছিল। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবি ঘিরে প্রথম থেকেই দর্শক মনে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। ততদিনে বলিউডে অন্যচর্চা তুঙ্গে। মন ভেঙেছে সলমনের। ঐশ্বর্য সলমনের পথ তখন প্রায় আলাদা।
তবে সলমন খানের সঙ্গে খুব ভাল সম্পর্ক ছিল পরিচালকের। তিনি মাঝে মধ্যেই তাই দেবদাস ছবির সেটে পৌঁছে যেতেন। এমনই এক দৃশ্য ছিল ‘মোরে প্রিয়া, জ্বলতা হ্যায়…’ গান। যেখানে শাহরুখ-ঐশ্বর্যের রোম্যান্স মাধুর্য্যতার সঙ্গে ক্যামেরায় তুলে ধরেছিলেন সঞ্জয়। আর সেই দৃশ্যে কীভাবে রোম্যান্স আনা যায়, শাহরুখকে বোঝাচ্ছিলেন সলমন। কারণ সলমন ঐশ্বর্যের কেমিষ্ট্রি তখন পর্দায় হিট। এমনই সময় বুদ্ধি খাটান পরিচালক। একটা দৃশ্য ছিল, যেখানে ঐশ্বর্যের পা থেকে কাঁটা বার করতে হবে।
সেই দৃশ্য বোঝাচ্ছিলেন সলমন। ঐশ্বর্যের পা ধরে কাঁটা কীভাবে বার করা হবে তিনি তা যখন করে দেখাচ্ছিলেন, সেই সময় ক্লোজআপে তা শুট করে নেন সঞ্জয়লীলা ভনসালি। আর পর্দায় সেই দৃশ্যই দেখানো হয়। যেখানে কারও মুখ ব্যবহার করা হয়নি। এই হাত ছিল সলমন খানের। যা সকলেই দেখেছিলেন, কিন্তু জানতেন তিনি শাহরুখ খান। যদিও সেই হাত ছিল সলমনের।