সৌদি আরবে এক লাইভ বক্সিং ম্যাচ দেখতে গিয়েছিলেন সলমন খান। পার্টনারকে নিয়ে সেই ম্যাচ দেখতে গিয়েছলেন আন্তর্জাতিক ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। একটি ভিডিয়ো ভাইরাল হতেই তোলপাড়। সলমনকে নাক অবজ্ঞা করেছেন ফুটবলার? দেখতে পেয়েও পাশ কাটিয়ে চলে গিয়েছেন পার্টনারকে নিয়ে। এই নিয়ে গত দু’দিন ধরেই সামাজিক মাধ্যমে হইহই। সলমন ভক্তরা রেগে একেবারে বোম। সত্যিই কি তাই? এক ছবিতেও দূর হয়ে যাবে ভুল ধারণা। তথাকথিত ‘অবজ্ঞা’র ভিডিয়ো যেমন ভাইরাল হয়েছে ঠিক তেমনই ভাইরাল হয়েছে আরও এক ছবিও। যে ছবিতে স্পষ্টতই দেখা যাচ্ছে সলমন খানের সঙ্গে খোশগল্পে মেতেছেন রোনাল্ডো। দু’জনের মুখই বেশ হাসিতে ভরা। তাই সলমন খান কে তা রোনাল্ডো চেনেন না, ইত্যাদি যে সব দাবি করা হয়েছে, তা ভুল বলেই ধরে নেওয়া যায়।
প্রসঙ্গত, বলিউড ও রোনাল্ডোর সংযোগ কিন্তু বহু পুরনো। লিসবনের সেই রঙিন রাত, বিপাশাকে দেওয়া তাঁর সেই ভিজে চুমুর গল্প আজও বলিউডে অন্দরে কান পাতলে শোনা যায়। লিসবনের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিপাশা বসু ও রোনাল্ডো। সেখানেই দু’জন দু’জনের প্রতি আকর্ষণ বোধ করেন। এর পরেই অনুষ্ঠান শেষে দু’জনেই হাজির হন সেখানকার এই নাইটক্লাবে। ব্যস, ক্যামেরার সামনেই অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েন তাঁরা। সে সময় আবার বিপাশা ‘ইন এ রিলেশনশিপ’। তাঁর প্রেমিক ছিলেন জন আব্রাহাম। শোনা যায়, ওই ভাইরাল হওয়া ছবি নিয়ে তাঁর ও জনের মধ্যে কম অশান্তি হয়নি। তবে সে সব অতীত। রোনাল্ডো এখন পাঁচ সন্তানের বাবা। বান্ধবী জর্জিনাকে নিয়ে তাঁর সংসার।