
সলমন খান দেখিয়ে দিচ্ছেন যে ফিটনেসের ক্ষেত্রে বয়স শুধু একটা সংখ্যা মাত্র। সলমন তাঁর ফিটনেস দিয়ে একটা গোটা প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। সোমবার তাঁর এক্স অ্যাকাউন্টে এক জোড়া শার্টলেস ছবি পোস্ট করেছেন তীব্র ওয়ার্কআউট সেশনের পর। ছবিগুলোতে সলমনের সিক্স-প্যাক অ্যাবস আর বাইসেপস বোঝা যাচ্ছে স্পষ্ট করে । ক্যাপশনে তিনি মজার ছলে লিখেছেন, “কিছু পাওয়ার জন্য কিছু ছাড়তে হয়… এটা ছাড়াই হয়েছে।”
লক্ষণীয় শাহরুখ খান সম্প্রতি ৬০ বছর বয়সে পা দিলেন। তাঁর নতুন ছবি ‘কিং’ আসছে। ‘কিং’-এর লুক দেখে সকলেই বলছেন শাহরুখ খানের বয়স কমে গিয়েছে। তবে গত এক বছরে সলমন খানকে বেশ কিছু ইভেন্টে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। কিছু ছবিতে সলমনকে দেখে বোঝা যাচ্ছিল, তাঁর যথেষ্ট বয়সের ছাপ পড়েছে। অনেকে তা নিয়ে নানা মন্তব্য করেছিলেন সোশ্যাল মিডিয়াতে।
তবে এবার সলমনের নতুন ছবি দেখে অনুরাগীরা উত্সাহিত। এক অনুরাগী লিখেছেন, “OG বডিবিল্ডিং আইকন — কারণ আছে।” আরেকজন মন্তব্য করেছেন, “৫৯ বছর বয়সে সলমন যেভাবে অ্যাবস দেখাচ্ছেন, আগে কখনও দেখিনি। ফিটনেস অনুরাগীদের জন্য দশকের সেরা অনুপ্রেরণা।”
অন্য এক মন্তব্যে লেখা ছিল, “স্টেরয়েড ছাড়াই ৩৫ বছর ধরে লড়ে যাচ্ছেন। সলমন খানের মতো লেজেন্ডকে প্রণাম।” তবে এ কথা ঠিক, ফিটনেসের দিক থেকে সলমন এগিয়ে থাকলেও, বক্স অফিসে তিনি আগুন ছড়াতে পারছেন না বহু দিন। একটা সময়ে শাহরুখ খান বক্স অফিসে ঝড় তুলতে পারছিলেন না। তবে ‘পাঠান’ আর ‘জওয়ান’ ছবির হাত ধরে কামব্যাক করলেন। সলমনকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘সিকন্দর’ ছবিতে, যা বক্স অফিসে খুব একটা ভালো ফল করেনি। এরপর তাঁকে দেখা যাবে ‘ব্যাটল অব গালওয়ান’ ছবিতে। বর্তমানে তিনি বিগ বস ১৯ সঞ্চালনা করছেন। কয়েক সপ্তাহ আগে, সলমন আমির খান-এর সঙ্গে কাজল ও টুইঙ্কল খান্না-এর টক শো ‘টু মাচ’-এ অতিথি হিসেবে হাজির ছিলেন।