AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salman Khan: হাতে নেই ২৪ ঘণ্টাও, এরই মাঝে হঠাৎ ইস্টবেঙ্গল মাঠে সলমন নাইট নিয়ে জটিলতা

Salman Khan In Kolkata: সলমন নাইটের জন্য উদ্যোক্তাদের কাছে যে পরিমাণ টাকা দাবি করেছে ওই সংস্থাগুলি, তা দিতে নারাজ উদ্যোক্তারা। উদ্যোক্তাদের দাবি, বলিউড সুপারস্টার তাঁর নিজের সিনেমার গানে পারফর্ম করবেন।

Salman Khan: হাতে নেই ২৪ ঘণ্টাও, এরই মাঝে হঠাৎ ইস্টবেঙ্গল মাঠে সলমন নাইট নিয়ে জটিলতা
| Edited By: | Updated on: May 12, 2023 | 6:50 PM
Share

শনিবার রাতে ইস্টবেঙ্গল (East Bengal) মাঠে পারফর্ম করার কথা সলমন খানের। সেই অপেক্ষায় প্রহর গুণছেন সলমনভক্তরা। ‘ভাইজান’ (Salman Khan)কে কাছ থেকে দেখার জন্য মুখিয়ে আছেন। শুধু সলমন খানই নন, পারফর্ম করবেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha), জ্যাকলিন ফার্নান্ডেজের মতো অভিনেতারাও। সামনের সারি থেকে ভাইজানকে দেখার সুযোগও থাকছে ভক্তদের কাছে। তার জন্য অবশ্য গ্যাঁটের কড়িও খরচ করতে হবে। টিকিটের সর্বোচ্চ দাম ৩ লক্ষ টাকা। ন্যুনতম টিকিটের দাম রাখা হয়েছে ৬৯৯ টাকা। মেগা শোয়ের জন্য সবরকম প্রস্তুতিই চলছে ইস্টবেঙ্গল মাঠে। মঞ্চ তৈরির কাজ আগেই হয়ে গিয়েছে। এমনকি চলছে রিহার্সালও। তবে সলমন খানের শো আদৌ হবে তো ইস্টবেঙ্গল মাঠে? আচমকাই ভাইজানের শো নিয়ে শুক্রবার দেখা দিয়েছে জটিলতা। আজ রাতেই শহরে আসার কথা সলমন খানের। তার আগেই এই জটিলতা কেন?

খোঁজ নিয়ে জানা গিয়েছে, সলমন খানের শোয়ের জন্য প্রয়োজনীয় অনুমতিই নেয়নি উদ্যোক্তারা। নিরাপত্তার স্বার্থে পুলিশি প্রস্তুতি আঁটোসাটো করা হলেও সলমন খানের অনুষ্ঠানের জন্য যে-যে মিউজিক, সাউন্ড রেকর্ডিং সংস্থার অনুমতি প্রয়োজন, তা এখনও নেয়নি উদ্যোক্তারা। আর তাতেই সলমনের অনুষ্ঠান নিয়ে দেখা দিয়েছে জটিলতা।

এই ধরণের অনুষ্ঠানের জন্য পিপিএল, নোভেক্স, আইপিআরএস, আরএমপিএলের মতো সংস্থার অনুমতি প্রয়োজন। সূত্রের খবর, ইস্টবেঙ্গল ক্লাবকে মৌখিকভাবে সেই কথা জানায় সংস্থাগুলি। সলমন খানের এই ‘দাবাং ট্য়ুর’-এর উদ্যোক্তাদের কাছে সেই বার্তা পৌঁছে দেয় ক্লাব। কারণ ইস্টবেঙ্গল মাঠে সলমন খানের এই অনুষ্ঠানের আয়োজন হলেও, অনুষ্ঠানের উদ্যোক্তা একটি বেসরকারি সংস্থা।

সূত্রের খবর, সলমন নাইটের জন্য উদ্যোক্তাদের কাছে যে পরিমাণ টাকা দাবি করেছে ওই সংস্থাগুলি, তা দিতে নারাজ উদ্যোক্তারা। উদ্যোক্তাদের দাবি, বলিউড সুপারস্টার তাঁর নিজের সিনেমার গানে পারফর্ম করবেন। এতে অনুমতির কি দরকার? অন্যদিকে সংস্থাগুলির দাবি, এ ধরণের অনুষ্ঠান আয়োজনের জন্য যথাযথ অনুমতির প্রয়োজন। রাত পর্যন্ত অপেক্ষা করতে চাইছে মিউজিক, সাউন্ড রেকর্ডিং সংস্থাগুলি। দুই তরফেই চলছে আলোচনা। সমস্যার সমাধান না হলে, আইনি নোটিস পাঠানো হতে পারে উদ্যোক্তা সংস্থাকে। সেক্ষেত্রে শনিবার ইস্টবেঙ্গল মাঠে সলমন খানের অনুষ্ঠান নিয়ে দেখা দিতে পারে ঘোরতর সংশয়।