কোনও ‘কাট’ ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল সলমন খানের ‘রাধে’-র ট্রেলার

রণজিৎ দে |

Apr 02, 2021 | 1:01 PM

ট্রেলারটি ২ মিনিট ৪৩ সেকেণ্ডের। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘রাধে’-র ট্রেলার। ঈদে, ১৩ মে দেশজুড়ে সিনেমা হলে রিলিজ করছে ‘রাধে’।

কোনও ‘কাট’ ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল সলমন খানের ‘রাধে’-র ট্রেলার
'রাধে'-র পোস্টার

Follow Us

ফ্যানরা অপেক্ষার দিন গুনছে। কিছুদিনের মধ্যেই পর্দায় দাপিয়ে বেড়াবে তাদের ‘ভাইজান’। সলমন খানের নতুন ছবি ‘রাধে’ নিয়ে উত্তজনা তুঙ্গে। কিছুদিন আগে সলমন খান জানিয়েছিলেন ঈদে সিনেমা হলেই রিলিজ করবে ‘রাধে’। স্বাভাবিকভাবে আশায় বুক বেঁধেছে হল মালিকরা।

‘রাধে’-র পোস্টার রিলিজ করার পর থেকেই ফ্যানদের মধ্যে কৌতূহলের পারদ চড়তে থাকে। নিয়ম মেনে এবার ট্রেলার মুক্তির পালা। কিছুদিন আগে প্রযোজনা সংস্থা ‘রাধে’-র ট্রেলার সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনে (CBFC)পাঠিয়ে ছিল। ফ্যানদের জন্য সুখবর! CBFC কোনও ‘কাট’ ছাড়াই ছাড়পত্র দিয়েছে ছবির ট্রেলার। ট্রেলারটি ২ মিনিট ৪৩ সেকেণ্ডের। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘রাধে’-র ট্রেলার।

শোনা যাচ্ছে ‘রাধে’ সাউথ কোরিয়ান ছবি ‘দ্য আউটল’স’-এর রিমেক। সলমন খান ছাড়াও এই ছবিতে আছেন সোহেল খান, অতুল অগ্নিহোত্রী এবং দিশা পাটানি। সলমন খানের বিপরীতে আছেন দিশা। ছবিটি পরিচালনা করছেন প্রভু দেবা।

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ‘রাধে’-র রিলিজের ডেট ঘোষণা করে সলমন লিখেছিলেন, “কথা দিয়েছিলাম ঈদে রিলিজ করবে, ঈদেই রিলিজ করছে, কেননা আমি একবার যা বলি…..” । লেখাটা শেষ করেননি ‘ভাইজান’, অসম্পূর্ণ রেখেই ছেড়ে দিয়েছিলেন। লেখাতেও সেই ‘ভাইজানি’ চাল। আমেজ। তবু বুঝে নিতে অসুবিধে হয় না। ‘কমিটমেন্ট’-এ এতটাই অভ্রান্ত সলমন খান। ঈদে, ১৩ মে দেশজুড়ে সিনেমা হলে রিলিজ করছে ‘রাধে’।

আরও পড়ুন:মুক্তি পেল ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’-এর ট্রেলার, অমিতাভ বচ্চন থেকে প্রিয়াঙ্কা চোপড়া, হৃত্বিক রোশন সবাই প্রশংসায় পঞ্চমুখ

হল মালিকদের বিশ্বাস, সলমন খানের মত সুপার স্টারের ছবি সিনেমা হলে রিলিজ করলে দর্শক হলমুখী হবেই। ভরাডুবি থেকে বাঁচতে পারে সিনেমা হলগুলো। এই আশা থেকেই সলমন খানকে অনুরোধ জানিয়েছিলেন তাঁরা। অনুরোধ রেখেছেন ‘ভাইজান’। হল মালিক এবং এক্সিবিটরদের কথা মাথায় রেখেই এ-বছর ঈদে নতুন ছবি ‘রাধে’-র হল রিলিজের সিদ্ধান্ত নিয়েছেন সলমন খান।

Next Article