চুপিসারে বিয়ে সারলেন সামান্থা, পাত্র কে জানেন?
আর শোনা যায়, সামান্থাও মন দিয়েছেন বলিউড পরিচালক রাজ নিদিমরুকে। তবে এই প্রেমকে গোপনেই রেখেছিলেন দুজনে। তবে এবার খবর হল, সোমবার সকাল সকাল কোয়েম্বাটুরে লিঙ্গ ভৈরবীর মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন সামান্থা-রাজ। লাল বেনারসি শাড়ি, সাবেকি সোনার গয়নায় দেখা গেল সামান্থাকে।

প্রেমের জল্পনা ছিল বহুদিন ধরেই। তবে খবর রটলেও, মুখে কিছু বলছিলেন না দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। কিন্তু এবার আর লুকোতে পারলেন না, বরং গুঞ্জন পাড়ায় চোখে পড়েই গেল সামান্থার প্রেম থেকে বিয়ের কাব্য। হ্য়াঁ, চুপিসাড়ে বিয়ে করে ফেললেন নাগা চৈতন্যর প্রাক্তন স্ত্রী সামান্থা। পাত্র কে?
২০১৭ সালে নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। তারই মধ্যে শোভিতা ধুলিপালার সঙ্গে সম্পর্কে জড়িয়ে বিয়ে সেরে ফেললেন নাগা। আর শোনা যায়, সামান্থাও মন দিয়েছেন বলিউড পরিচালক রাজ নিদিমরুকে। তবে এই প্রেমকে গোপনেই রেখেছিলেন দুজনে। তবে এবার খবর হল, সোমবার সকাল সকাল কোয়েম্বাটুরে লিঙ্গ ভৈরবীর মন্দিরে সাত পাকে বাঁধা পড়েন সামান্থা-রাজ। লাল বেনারসি শাড়ি, সাবেকি সোনার গয়নায় দেখা গেল সামান্থাকে। সামান্থার হাতে চক চক করে উঠল হিরের আংটি। অন্যদিকে, সাদা পাঞ্জাবি-পাজামা এবং অফ হোয়াইট নেহেরু কোটে দেখা গেল রাজ নিদিমরুকে। দুজনের পরিবারের হাতে গোণা কয়েকজনকে সঙ্গে নিয়েই ছিমছামভাবে বিয়ে সারলেন সামান্থা।

সামান্থা রুথ প্রভু। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির এমন এক অভিনেত্রী, যিনি একাই একশো কোনও ছবিকে হিট করানোর জন্য। এরকম প্রমাণ আগেও রয়েছে দক্ষিণী বক্স অফিসে। তবে শুধু গোটা ছবি নয়, একটা আইটেম নেচেই যে গোটা দেশে ঝড় তোলা যায় তাঁর প্রমাণ, পুষ্পা ছবির উহ অন্তমা গান।প্রাক্তন স্বামী নাগা চৈতন্য, শোভিতার সঙ্গে বিয়ে করে সুখের সংসার গুছিয়েছেন। আর এবার সামান্থার জীবনের নতুন অধ্যায় শুরু।
