বোর্ডের পরীক্ষায় কত পেয়েছিলেন সামান্থা? মার্কশিট দেখলে চমকে উঠবেন
সামান্থা শুধু ভাল নম্বরই পাননি, বরং তাঁর শিক্ষকের মন্তব্য নজর কেড়েছে নেটিজেনদের। শিক্ষকের লেখায় উল্লেখ ছিল, তিনি স্কুলের জন্য একজন “অ্যাসেট” — অর্থাৎ স্কুলের গর্ব। এই মন্তব্যতেই সবচেয়ে খুশি হয়েছে অভিনেত্রীর ভক্তরা। অনেকে বলছেন,স্কুল জীবনের অধ্যাবশায়ের জন্যই সামান্থা এত আত্মবিশ্বাসী, শৃঙ্খলাবদ্ধ ও পরিশ্রমী অভিনেত্রী হয়েছেন । পড়াশোনায় নিয়ম, দায়িত্ববোধ আর নিজের লক্ষ্য নিয়ে সিরিয়াস থাকা সবকিছুর ছাপ স্পষ্ট সেই মার্কশিটে।

দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু মানেই পর্দায় বাজিমাত, অভিনেত্রীর ছবি মুক্তির আশায় অপেক্ষায় থাকেন ভক্তরা। কিন্তু জানেন কি, অভিনয়ের জগতে আসার আগে পড়াশোনায় কেমন ছিলেন তিনি? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সামান্থার ক্লাস ১০-এর মার্কশিট, আর তাতেই নতুন করে আলোচনায় অভিনেত্রী। মার্কশিট দেখে চমকে গিয়েছেন অভিনেত্রীর ভক্তরা।
সামান্থা শুধু ভাল নম্বরই পাননি, বরং তাঁর শিক্ষকের মন্তব্য নজর কেড়েছে নেটিজেনদের। শিক্ষকের লেখায় উল্লেখ ছিল, তিনি স্কুলের জন্য একজন “অ্যাসেট” — অর্থাৎ স্কুলের গর্ব। এই মন্তব্যতেই সবচেয়ে খুশি হয়েছে অভিনেত্রীর ভক্তরা।
অনেকে বলছেন,স্কুল জীবনের অধ্যাবশায়ের জন্যই সামান্থা এত আত্মবিশ্বাসী, শৃঙ্খলাবদ্ধ ও পরিশ্রমী অভিনেত্রী হয়েছেন । পড়াশোনায় নিয়ম, দায়িত্ববোধ আর নিজের লক্ষ্য নিয়ে সিরিয়াস থাকা সবকিছুর ছাপ স্পষ্ট সেই মার্কশিটে।
সম্প্রতি পরিচালক রাজ নিডিমরু-র সঙ্গে সামান্থার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা চলছে। হঠাৎই বিয়ে সেরেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় জল্পনা শুরু হয় যে রাজের এখনও তাঁর প্রাক্তন স্ত্রী শ্যামলীর সঙ্গে আইনত ডিভোর্স হয়নি। ঠিক সেই সময়ই সামনে এসেছে অভিনেত্রীর ছাত্রজীবনের রেজাল্টের ঝলক। ১০০০ এর মধ্যে ৮৮৭ পেয়েছিলেন অভিনেত্রী। শুধু ইংরাজীর দ্বিতীয় বিভাগে ৭৪ পেয়েছেন সেটাই তাঁর সবচেয়ে কম নম্বর। অঙ্কের প্রথম বিভাগে ১০০/১০০ পেয়েছিলেন আর দ্বিতীয় বিভাগে ৯৯/১০০। বাকি সব বিষয়তেই ৮ এবং ৯ এর ঘরে নম্বর । বিজ্ঞান বিভাগে (বোটানি বাদে) এবং ইতিহাসে নম্বর রয়েছে ৯ এর কোটায়। বোটানিতে পেয়েছেন ৮৪। ভূগোলে ৮৩

সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন, এই কারণেই সামান্থা আলাদা —কারণ সাফল্য তাঁর কাছে হঠাৎ করে আসেনি, তাঁর পরিশ্রমের ফল।
