
রাণী ভবানী এখন বাংলা ধারাবাহিকের চর্চিত চরিত্র। স্টার জলসা ঘোষণা করেছিল, তারা রাণী ভবানীকে নিয়ে ধারাবাহিক তৈরি করবে। তারপরই দেখা যায় জি বাংলার তরফে ঘোষণা। সেই চ্যানেলও ঘোষণা করে রাণী ভবানীকে নিয়ে ধারাবাহিক আনবে দর্শকদের জন্য। এমন পরিস্থিতিতে কোন চ্যানেলে কে রাণী ভবানী হবেন, তা নিয়ে টলিপাড়ায় নানা জল্পনা ছিল।
TV9 বাংলা প্রথম জনসমক্ষে আনে যে রাজনন্দিনী পাল বাংলা ধারাবাহিকের প্রধান মুখ হতে পারেন। এরপর স্টার জলসা চ্যানেলের তরফেই ঘোষণা করে দেওয়া হয়, রাজনন্দিনী পালকে দেখা যাবে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকে। তা হলে কি সন্দীপ্তা সেন জি বাংলা চ্যানেলে রাণী ভবানীর চরিত্রে কাজ করবেন? এমন প্রশ্ন ঘুরছিল।
কিন্তু সন্দীপ্তা খোলসা করে দিলেন, তিনি বাংলা ধারাবাহিকে ফিরছেন না এখন। অভিনেত্রী ফেসবুকে লিখেছেন, ”বিগত কিছুদিন ধরে অনেকেই আমাকে ফোন করে জানতে চাইছেন, আমি একটি বড় টিভি চ্যানেলের জন্য কোন মেগা সিরিয়ালে অভিনয় করছি কি না? কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, এই খবরটি একেবারেই সত্য নয়।