AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

একটুর জন্য প্রাণে বাঁচলেন স্যান্ডি সাহা, কী হয়েছিল?

একের পর এক সময়্যায় পড়ছেন স্যান্ডি সাহা। এবার কোন রকমে প্রাণে বাঁচলেন তিনি, একটি টিবি শো করতে গিয়েই বিপত্তি।

একটুর জন্য প্রাণে বাঁচলেন স্যান্ডি সাহা, কী হয়েছিল?
| Updated on: May 23, 2025 | 8:39 PM
Share

ঠাকুরপুকুর দুর্ঘটনার জের! ভিডিও বৌমা’র থেকে বাদ দেওয়া হয়েছিল স্যান্ডি সাহাকে। যদিও স্যান্ডি বারংবার বলছিলেন, ” আমি ঘটনাস্থলে ছিলাম না, তবুও আমাকে বাদ দেওয়া হল সিরিয়াল থেকে। ফোন কোরে আমাকে বলা হল কাল থেকে আর শ্যুট নেই। আসলে এই ঘটনার পর এতো হেট আসছে জনগণের তাই বাদ দিলো। যদিও আমি ওই গাড়িতেই ছিলাম না।”

তবে বেশিদিন চুপকরে বসে থাকার মানুষ নয় স্যান্ডি সাহা। আবার তিনি সোশ্যাল মিডিয়ায় চর্চিত। কিছুদিন আগে এমটিভি রোডি শোতে গিয়েছিলেন হোস্ট হিসেবে। সেখানে বাঘ ছাল পড়ে বাঘ সেজে অংশগ্রহণ কারীদের ঢয় দেখাতে গিয়ে বেধরক মার খায়। এমনকি প্রাণ সংশয় হওয়ার জোগার হয়েছিল, যদিও শেষ মুহূর্তে চ্যানেল কর্তৃপক্ষ এসে স্যান্ডিকে উদ্ধার করেন। স্যান্ডি সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেই পুরো ঘটনার বিবরণ দেন Tv9বাংলাকে। তিনি বলেন, ” কোন রকমে প্রাণে বেঁচেছি। রাতের অন্ধকারে শোয়ে অংশগ্রহণ কারীদের ভয় দেখানোর কথা ছিল আমার, সেই মত বাঘ সেজে ভয় দেখাচ্ছিলাম । বনের মধ্যে টেন্ট করা হয়েছিল, যেখানে পার্টিসিপেন্টরা ছিল। সেখানে যেতেই আতঙ্কে তারা কাঠ আগুন নিয়ে তেড়ে আসে, শেষ মুহূর্তে কোন রকমে প্রানে বাঁচি। প্র্যাঙ্ক করতে গিয়ে বিপদে পড়ে যাই।”

খবর এই অনুষ্ঠানের অংশগ্রহণকারীরা পরে স্যান্ডির সঙ্গে মজা করে । তবে একথা বলাই যায়, স্যান্ডির সময় ঠিক যাচ্ছেনা। যাই করতে যাচ্ছেন ঝামেলায় পড়ে যাচ্ছেন। যদিও স্যান্ডি সাহাকে দমিয়ে রাখা কঠিন বলেই মনে করছেন নেটিজেনরা। এই জন্যই হয়ত স্যান্ডি সাহা সম্পর্কে বলা হয় , ওর উপর রাগ করতে পারলেও উপেক্ষা করা যায়না।