শোয়েব অতীত, ভারতীয় ক্রিকেটারের সঙ্গে নতুন জীবন শুরু সানিয়ার? মুখ খুললেন বাবা

Sania Mirza: শোয়েবের সঙ্গে বিচ্ছেদের পর সিঙ্গলই রয়েছেন সানিয়া, অন্তত তাঁর দাবি তেমনটাই। তবে আগামী দিনের জন্য এক ভালবাসার মানুষ খোঁজার কথাও জানিয়েছেন তিনি। সম্প্রতি কপিল শর্মার শো'য়ে এসে সানিয়া বলেন, "আমাকে একটি লাভ ইন্টারেস্ট খুঁজে বের করতে হবে।"

শোয়েব অতীত, ভারতীয় ক্রিকেটারের সঙ্গে নতুন জীবন শুরু সানিয়ার? মুখ খুললেন বাবা
ভারতীয় ক্রিকেটারের সঙ্গে নতুন জীবন শুরু সানিয়ার?
Follow Us:
| Updated on: Jun 21, 2024 | 8:00 PM

ঘুরে বেড়াচ্ছে একাধিক ছবি। রটছে নানা খবর– শোনা যাচ্ছে তিক্ততা কাটিয়ে ফের নাকি জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন টেনিস-তারকা সানিয়া মির্জা ও ক্রিকেটার মহম্মদ শামি! পাক ক্রিকেটার নয় ভারতীয় ক্রিকেটারেই নাকি এবার মন মজেছে তাঁর? শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে সানিয়ার, অন্যদিকে হাসিন জাহানের সঙ্গেও বহু আগে সম্পর্ক ছিন্ন হয়েছে শামির– এ খবর কারও অজানা নয়। অতীত দূরে ঠেলে টেনিস ও বাইশ গজ কি মিলেমিশে হচ্ছে এক? চারিদিকে এই নিয়ে যখন ভরপুর আলোচনা তখন মুখ খুললেন সানিয়া মির্জার বাবা।

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সানিয়ার বাবা ইমরান বলেন। “এ সব বাজে কথা! দু’জনের আলাপই নেই।” বাবা বলছেন এমন কথা! তাহলে কেন রটছে এমন কথা? কারণটা একটা ছবিকে ঘিরেই। গত ১২ জুন সামাজিক মাধ্যমে শামি ও সানিয়ার ‘বিয়ের’ এক ছবি শেয়ার করা হয়। তা ঝড়ের বেগে শেয়ারও হয়। জানিয়ে রাখা যাক, ওই ছবি আদপে ফটোশপড। আদপে ওটি শোয়েব ও সানিয়ার বিয়ের ছবি। অত্যুৎসাহী ভক্ত শোয়েবের মুখের জায়গায় লাগিয়ে দিয়েছেন শামির মুখ। তা ভাইরাল হতেও বেশি সময় নেয়নি।

শোয়েবের সঙ্গে বিচ্ছেদের পর সিঙ্গলই রয়েছেন সানিয়া, অন্তত তাঁর দাবি তেমনটাই। তবে আগামী দিনের জন্য এক ভালবাসার মানুষ খোঁজার কথাও জানিয়েছেন তিনি। সম্প্রতি কপিল শর্মার শো’য়ে এসে সানিয়া বলেন, “আমাকে একটি লাভ ইন্টারেস্ট খুঁজে বের করতে হবে।” ২০১০ সালের এপ্রিল মাসে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেছিলেন সানিয়া। দুবাইয়ে একসঙ্গে থাকতেন তাঁরা। ২০১৮ সালে তাঁদের এক সন্তানও হয়। তবে এই বছরই ২০ জানুয়ারি সামাজিক মাধ্যমে শোয়েব মালিকের সঙ্গে নিজের বিয়ের ছবি প্রকাশ্যে আনেন পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদ। বিচ্ছেদ নিয়ে সানিয়া যদিও বরাবরই নীরবই থেকেছেন।