
সঞ্জয় দত্ত কি সিনেমা করতে-করতে নায়িকার প্রেমে পড়েছিলেন? বলিউডে এই প্রশ্নের উত্তর প্রায় সকলের কাছেই আছে। সঞ্জয় দত্ত যে মাধুরী দীক্ষিতের প্রেমে পড়েছিলেন, এই নিয়ে বিস্তর চর্চা হয়েছে। এবার সঞ্জয়কেই প্রশ্ন করা হলো, তিনি কি নায়িকার প্রেমে পড়েছিলেন? সঞ্জয়ের উত্তর, ”হ্যাঁ, তবে জিজ্ঞাসা করবেন না, কোন নায়িকার প্রেমে পড়েছিলাম।”
সঞ্জয় দত্ত কি বউকে মিথ্যা কথা বলেছেন? এমন প্রশ্নেরও মুখোমুখি হতে হয়েছে তারকাকে। আর তাতে সঞ্জয় যা বলেছেন, তা শুনে হেসেই খুন অনুরাগীরা। সঞ্জয়ের স্বীকারোক্তি, ”বউকে মিথ্যা কথা বলেছি। এরকম হয়েছে যে, বউ হয়তো প্রশ্ন করছে, ‘তুমি মদ খেয়ে নেই তো?’ উত্তরে আমি বলে দিয়েছি, মদ খেয়ে নেই। তাই শুনে বউ বলছে, স্পষ্ট বোঝা যাচ্ছে, মদ খেয়ে গলার স্বর বদলে গিয়েছে।”
সঞ্জয়ের এমন স্বীকারোক্তি শুনে নানা মজার মন্তব্য করেছেন তাঁর অনুরাগীরা। এক ব্যক্তি লিখেছেন, ”সব আপনার সঙ্গে মিলে যাচ্ছে। মদ খেয়ে বউকে মিথ্যা বলার বিষয়টা প্রায়শই করে থাকি। আবার আপনার মতো ধরা পড়ে যাই। এদিকে পুরোনো প্রেম ছিল, তা স্বীকার করি। কিন্তু নামটা বলতে বললেই থেমে যাই।” আসলে সঞ্জয়কে তাঁর অনুরাগীরা ভীষণই ভালোবাসেন। এক অনুরাগী আবার মৃত্যুর সময়ে সঞ্জয়কে ৭২ কোটি টাকার সম্পত্তি উপহার দিয়ে গিয়েছিলেন। তারপর তাঁর পরিবারের লোকদের খুঁজে সঞ্জয় সেই সম্পত্তি ফিরিয়ে দেন। সঞ্জয়কে এরপর দেখা যাবে প্রভাসের সঙ্গে ছবিতে। জন্মদিনে তারকার সেই লুক সকলের সামনে আনা হয়েছে।