দেশে করোনা সংক্রমণ ফের হু হু করে বাড়ছে। মহারাষ্ট্রে অনেক জায়গায় আবার শুরু হয়েছে লকডাউন। এরই মধ্যে দেশজুড়ে চলছে কোভিড-১৯ টিকাকরণ। সম্প্রতি এই লিস্টে নাম লেখালেন অভিনেতা সঞ্জয় দত্ত। গতকাল কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন তিনি। টিকাকরণের সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্টও করেছেন। ডাক্তারদের এবং ভারত সরকারকে ধন্যবাদও জানিয়েছেন অভিনেতা।
সঞ্জয় দত্ত কোভিডের ভ্যাকসিন নিয়ে টুইট করেন, “ভ্যাকসিনের প্রথম ডোজ নিলাম বি কে সি ভ্যাকসিন সেন্টারে! আমি ধন্যবাদ জানাতে চাই ডঃ ধেরে এবং তাঁর টিমকে।দেশে টিকাকরণ সম্ভব করার জন্য ধন্যবাদ সমস্ত ডাক্তারদের, স্বাস্থ্যকর্মীদের, বিজ্ঞানীদের এবং ভারত সরকারকে। জয় হিন্দ।”
Received my first shot of the COVID-19 vaccine today at the BKC vaccine center.
I want to congratulate Dr. Dhere and his entire team for doing such a wonderful job! I have so much love & respect for them & their hard work. Jai Hind! pic.twitter.com/LcSNoAsf0G— Sanjay Dutt (@duttsanjay) March 23, 2021
প্রসঙ্গত উল্লেখযোগ্য গত বছর আগস্ট মাসে সঞ্জয় দত্তের ক্যান্সার ধরা পড়ে।স্বাভাবিকভাবে কাজ থেকে বিরতি নেন তিনি। বেশ কিছুদিন তিনি চিকিৎসাধীন ছিলেন। অক্টোবর মাসে অভিনেতা অনেকটাই সুস্থ হয়ে ওঠেন। নভেম্বর থেকে তিনি ফের শুটিং করতে শুরু করেন।
সম্প্রতি বলিউডের অনেকেই কোভিড ভ্যাকসিন নিয়েছেন। ধর্মেন্দ্র, হেমা মালিনী, শর্মিলা ঠাকুর, অনুপম খের, পরেশ রাওয়াল, আশিস বিদ্যার্থী, নীনা গুপ্তা, রাকেশ রোশন, সইফ আলি খান কোভিডের প্রথম ডোজ নিয়েছেন। যদিও কোভিডের টিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল্ড হয়েছেন অভিনেতা সইফ আলি খান। অবশ্য সদ্যই ভারত সরকার করোনা টিকাকরণে বয়সসীমার পরিবর্তন এনেছেন। যাঁদের বয়স ৪৫-এর বেশি এপ্রিল থেকে তাঁরাও টিকা নিতে পারবেন।
খুব শীঘ্রই ‘সামসেরা’ এবং ‘কেজিএফ:চ্যাপ্টার ২’-এ দেখা যাবে সঞ্জয় দত্তকে।
আরও পড়ুন:করোনা আক্রান্ত আমির খান, বাড়িতেই রয়েছেন কোয়ারেন্টাইনে