আজ করিশ্মার প্রাক্তন স্বামীর শেষকৃত্য, কোথায়-কখন হচ্ছে?

এই মৃত্যুর খবর সামনে আসার পরই করিশ্মার সঙ্গে সঞ্জয়ের বিয়ের ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে সলমন খান, অক্ষয় কুমার, রবিনা ট্যান্ডন থেকে গোবিন্দা সকলে উপস্থিত ছিলেন। করিশ্মার পাশেই দেখা যাচ্ছে করিনাকে। করিশ্মার এই বিয়ের অভিজ্ঞতা ভীষণ খারাপ।

আজ করিশ্মার প্রাক্তন স্বামীর শেষকৃত্য, কোথায়-কখন হচ্ছে?

| Edited By: Bhaswati Ghosh

Jun 19, 2025 | 1:59 PM

আজ দিল্লিতে সঞ্জয় কাপুরের শেষকৃত্য সম্পন্ন হবে, তেমনই খবর। ১২ জুন লন্ডনে হঠাত্‍ মৃত্যু হয় ব্যবসায়ী সঞ্জয়ের। মাত্র ৫৩ বছর বয়সে প্রাণ হারান সঞ্জয়। করিশ্মার প্রাক্তন স্বামী হওয়ার কারণে, তারপর থেকে দুই পরিবারকে ঘিরে চর্চা ছিল তুঙ্গে। দিল্লির লোধি রোড ক্রিমেশন গ্রাউন্ডে ১৯জুন বিকেল পাঁচটায় সঞ্জয়ের শেষকৃত্য় হওয়ার কথা। ২২ জুন একটা প্রেয়ার মিট হবে, তেমন খবর পাওয়া যাচ্ছে। তাজ প্যালেস হোটেলে সব কিছুর আয়োজন করা হয়েছে। কেন করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামীর শেষকৃত্যে এতটা দেরি হল? তথ্য অনুযায়ী, সঞ্জয় লন্ডনে থাকলেও, তিনি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। আর তাঁর মৃত্যু হয়েছে লন্ডনে। জানা গিয়েছে, নাগরিকত্ব ও মৃত্য়ুর স্থান নিয়ে জটিলতা থাকার জন্যই মুম্বইয়ে তাঁর মরদেহ ফেরাতে সমস্য়ার সম্মুখীন হয়েছিল সঞ্জয়ের পরিবার। আর সেই কারণেই দেরি।

এই মৃত্যুর খবর সামনে আসার পরই করিশ্মার সঙ্গে সঞ্জয়ের বিয়ের ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে সলমন খান, অক্ষয় কুমার, রবিনা ট্যান্ডন থেকে গোবিন্দা সকলে উপস্থিত ছিলেন। করিশ্মার পাশেই দেখা যাচ্ছে করিনাকে। করিশ্মার এই বিয়ের অভিজ্ঞতা ভীষণ খারাপ। এক সময়ে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল নায়িকার। সেই বিয়ে ভাঙার পর সঞ্জয়ের সঙ্গে বিয়ে হয়। করিশ্মা-সঞ্জয়ের দুই সন্তান থাকলেও, তাঁদের বিয়ে সুখের ছিল না।

সঞ্জয়ের মৃত্যুর খবর আসার পর করিশ্মার বাড়িতে পৌঁছে যান তাঁর বন্ধুরা। সঞ্জয়ের শেষকৃত্যে করিশ্মা উপস্থিত থাকবেন কিনা, কাপুর পরিবারের কারা থাকবেন, সেদিকে নজর থাকবে।