সইফিনার নবজাতককে দেখতে এলেন ‘বড়দি’ সারা আলি খান, কী দিয়ে মুখ দেখলেন ‘ছোট ভাই’-এর?

মঙ্গলবার নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন সইফিনা। একে একে সবাই দেখতে আসছেন পরিবারের নতুন অতিথিকে। ‘ছোট ভাই’কে দেখতে এলেন ‘বড়দি’ সারা আলি খানও। কী দিয়ে মুখ দেখলেন ‘ছোট ভাই’-এর?

সইফিনার নবজাতককে দেখতে এলেন ‘বড়দি’ সারা আলি খান, কী দিয়ে মুখ দেখলেন ‘ছোট ভাই’-এর?
সারা-করিনা
Follow Us:
| Updated on: Feb 25, 2021 | 4:53 PM

রবিবারেই দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দিয়েছেন করিনা কাপুর খান। চতুর্থবার বাবা হয়ে অত্যন্ত খুশি সইফ আলি খান। মঙ্গলবার নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন সইফিনা। মা-ছেলে দু’জনেই সুস্থ এবং ভাল আছেন।

সইফিনার দ্বিতীয় সন্তানে খুশি গোটা পরিবার। একে একে সবাই দেখতে আসছেন পরিবারের নতুন অতিথিকে। ‘ছোট ভাই’কে দেখতে এলেন ‘বড়দি’ সারা আলি খানও। পিত্তি রঙের একটা পোশাক পরে এসেছেন তিনি। খালি হাতে এলেন ‘বড়দি’? একেবারেই নয়। দু’ব্যাগ ভর্তি উপহার নিয়ে এসেছেন ‘বড়দি’। ঘনিষ্ঠ সূত্রের খবর, শুধু ভাইয়ের জন্য নয়, করিনার জন্যও উপহার নিয়ে এসেছেন সারা। করিনার সঙ্গে খুবই ভাল সম্পর্ক তাঁর। করিনা, সম্পর্কে সৎ-মা হলেও করিনা-সারার সম্পর্ক বন্ধুর মত। তিনি করিনাকে আদর করে ‘কে’ বলে ডাকেন। ‘মা’ বলে ডাকতে তিনি নিজেও চাননি,এমনকী করিনা-সইফ দু’জনেই বারণ করেছিলেন। করিনা সারাকে বলেছিলেন “ তোমার এমনিতেই একজন ভাল মা আছেন, নতুন করে কোনও মায়ের দরকার নেই।”

করিনার দ্বিতীয় পুত্র সন্তানের খবরে খুব খুশি করিশ্মা কাপুরও। আরও একবার মাসি হতে পেরে তিনি এতটাই আপ্লুত যে করিনার ছোটবেলার ছবি নিজের ইনস্টাতে পোস্ট করেন। বলিউডেও খুশির হাওয়া। সইফিনার যাঁরা ঘনিষ্ঠ যেমন মনীশ মালহোত্রা, দিয়া মির্জা, নেহা ধুপিয়া, সুভাষ ঘাই, অমৃতা আরোরা সকলেই শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন :বার্থ ডে স্পেশ্যাল : কোন কোন ছবি ‘না’ করে দিয়েছিলেন শাহিদ কাপুর

করিনার বাবা রণধীর কাপুর নতুন করে ‘দাদু’ হতে পেরে খুবই খুশি। তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের আনন্দের খবর জানিয়ে বলেছেন “ আমি তো খুশিই, তৈমুরও দাদা হয়ে খুব আনন্দ পেয়েছে। আমি প্রাণ ঢেলে ওদের আর্শীবাদ করছি।”