হাওয়ায় করছেন যোগ ব্যায়াম! ভিডিও পোস্ট করলেন সারা আলি খান
ছুটি থাকুক কিংবা শুটিংয়ে জর্জরিত থাকুক না কেন সারা আলি খানের প্রতিদিনের শিডিউল। সারা কিন্তু একটি বারের জন্য ভুলে যান না, তাঁর ফিটনেস রুটিন। আজ শুক্রবার সেই প্রমাণ আবারও মিলল। এরিয়াল যোগ ব্যায়ামের ছবি ভিডিও পোস্ট করলেন সারা। মা অমৃতা সিং এবং ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে সেন্ট রেগিস মলদ্বীপে ভম্মুলি রিসর্টে ছুটি কাটাচ্ছেন। আজ […]
ছুটি থাকুক কিংবা শুটিংয়ে জর্জরিত থাকুক না কেন সারা আলি খানের প্রতিদিনের শিডিউল। সারা কিন্তু একটি বারের জন্য ভুলে যান না, তাঁর ফিটনেস রুটিন। আজ শুক্রবার সেই প্রমাণ আবারও মিলল। এরিয়াল যোগ ব্যায়ামের ছবি ভিডিও পোস্ট করলেন সারা।
মা অমৃতা সিং এবং ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে সেন্ট রেগিস মলদ্বীপে ভম্মুলি রিসর্টে ছুটি কাটাচ্ছেন। আজ এরিয়াল যোগব্যাায়েমের সে-ই ভিডিও পোস্ট করে সারা ক্যাপশানে লেখেন, ‘উইকেন্ডে দুলছি’।
আরও পড়ুন হলিউড ট্যালেন্ট এজেন্সি আইসিএম-এ সাক্ষর দীপিকা পাড়ুকোনের
View this post on Instagram
কমলা রঙের শর্ট প্যান্ট, কালো টিশার্ট পরনে হাওয়ায় দুলছেন সারা আলি খান। একটি কাপড় টাঙানো রয়েছে সিলিংয়ে, এবং তাতে ভর দিয়ে সারা দুলে চলছেন। এর আগেও একের পর এক রঙীন ছবি পোস্ট করে ইনস্টাগ্রাম মাতিয়েছেন অভিনেত্রী।
View this post on Instagram
সারা আলি খানের শেষ অভিনীত ছবি ছিল ‘কুলি নং-১’। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন বরুণ ধাওয়ান। গোটা ডিসেম্বর মাস সারা ছিলেন ভীষণ ব্যস্ত। অক্ষয় কুমারের সঙ্গে ‘অতরঙ্গি রে’র শুটিং করছিলন সারা। তাজমহলের সামনে চলা শুটিংয়ের ছবি পোস্টও করেন সারা। ‘অতরঙ্গি রে’র লুকে অক্ষয়কে দেখা গিয়েছিল একেবারে মুঘল সম্রাটের আদবকায়দায় আর সারা ছিলেব একেবারে ট্র্যাডিশনাল আউটফিটে।
View this post on Instagram