আজ রাতেই সৌরভের বাড়িতে সানা, বিশেষ ডিনার নিয়ে কোন জল্পনা তুঙ্গে

সারার এই সফর সিনেমা প্রচার কেন্দ্রিক হলেও, তাঁর সৌরভের বাড়িতে আমন্ত্রণ এবং বায়োপিক ঘিরে বর্তমানে জল্পনাকে অনেকেই মিলিয়ে দুইয়ে দুইয়ে চার করছেন। এক শ্রেণির মত, হয়তো বা ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে তাঁকে দেখা যেতে পারে।

আজ রাতেই সৌরভের বাড়িতে সানা, বিশেষ ডিনার নিয়ে কোন জল্পনা তুঙ্গে

| Edited By: জয়িতা চন্দ্র

Jun 26, 2025 | 1:55 PM

বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে অনুরাগীদের মনে উত্তেজনার অন্ত নেই। ক্রিকেট মাঠে তাঁর অবিস্মরণীয় কৃতিত্বের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও দাপটের সঙ্গে করে চলেছেন। এবার বড়পর্দায় আসতে চলেছে সেই সকলের প্রিয় ‘দাদা’র জীবনকাহিনি। অনেকদিন ধরেই তাঁর বায়োপিক নিয়ে বলিপাড়ায় নানা আলোচনা চলছিল। অবশেষে ছবির নায়ক হিসেবে রাজকুমার রাওয়ের নাম চূড়ান্ত হয়েছে। তবে ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত নয়। ঠিক এই সময়েই কলকাতায় পা রাখছেন সারা আলি খান, আর তাতেই জল্পনা তুঙ্গে।

যদিও সূত্রের খবর, সারা আলি খানের কলকাতা সফরের মূল উদ্দেশ্য সৌরভের বায়োপিক নয়। তিনি আসছেন তার নতুন সিনেমা ‘মেট্রো ইন দিনো’-র প্রচারের জন্য। তাঁর সঙ্গেই থাকবেন অভিনেতা আদিত্য রায় কাপুর। বৃহস্পতিবার সকালে কলকাতায় এসে তাঁরা হাজির হবেন CAB পরিচালিত বেঙ্গল টি-২০ লিগ-এর এক ম্যাচে, যা অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেন্সে। সন্ধ্যা ছ’টার দিকে ইডেনের মাঠে খেলা দেখতে উপস্থিত থাকবেন দুই তারকা।

ম্যাচ শেষে সোজা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন সারা ও আদিত্য। গঙ্গোপাধ্যায় পরিবারের পক্ষ থেকে তাঁদের জন্য আয়োজন করা হয়েছে এক বিশেষ ডিনার। এর আগে সৌরভের বাড়িতে উপস্থিত হয়েছিলেন আমির খানের মতো অনেক বলিউড তারকারাও। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন সারা ও আদিত্য।

সৌরভ নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর বায়োপিকের প্রি-প্রোডাকশন, চিত্রনাট্য ও স্ক্রিপ্ট তৈরির কাজ অনেকটাই এগিয়ে গেছে। শুটিং শুরু হবে ২০২৬ সালের জানুয়ারি মাসে, আর ছবি মুক্তির সম্ভাবনা ডিসেম্বর ২০২৬। সৌরভের কথায়, “সব কিছু ঠিকঠাক চলছে। প্রি-প্রোডাকশনেই বেশি সময় লাগে। তবে শুটিং হবে তিন মাসে। তারপর পোস্ট-প্রোডাকশনের কাজ।”

যদিও সারার এই সফর সিনেমা প্রচার কেন্দ্রিক হলেও, তাঁর সৌরভের বাড়িতে আমন্ত্রণ এবং বায়োপিক ঘিরে বর্তমানে জল্পনাকে অনেকেই মিলিয়ে দুইয়ে দুইয়ে চার করছেন। যদিও ক্রিকেট সূত্রেও সারার এক ব্যাকগ্লাউন্ড রয়েছে। হাজার হোক তিনি নবাব পাতৌদির নাতনি। এক শ্রেণির মত, হয়তো বা ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে তাঁকে দেখা যেতে পারে। যদিও এ নিয়ে এখনও নির্মাতাদের পক্ষ থেকে কোনও ঘোষণা করা হয়নি।