‘কফি উইদ করণ’-এ দেখা গেল বাবা-মেয়েকে। সইফের সঙ্গে শো-তে এসেছিলেন মেয়ে সারা। আর সেই শো-তে বাবার অভিনীত এক ডান্স নম্বর নিয়ে কথা উঠতেই ভীষণঁ লজ্জিত বোঝ করলেন সারা। ছবিটির নাম ‘ইয়ার গদ্দার’ (১৯৯৪)। ছবিতে সইফ ছাড়াও ছিলেন সোমি আলী এবং মিঠুনদা।
আরও পড়ুন ‘পুরোনা সেই দিনের কথা’ ভুলতে পারেননি করিনা, আজও মনে পড়ে…
‘কফি উইদ করণ’-এ তাঁকে এক র্যাপিড ফায়ার প্রশ্ন-উত্তর পর্বে তাঁকে করণ জিজ্ঞেস করেন, বাবার অভিনীত কোন ছবিতে তিনি বিব্রত বোধ করেন? উত্তরে তিনি বলেন, “আমি জানি না ঠিক কী ফিল্ম ছিল, কিন্তু ও (বাবা) একটা গানে ছিল। দ্য র্যাট সং। আপনার মনে আছে?”
সইফ চিৎকার করে বলেন, “ওটা ’ইয়ার গদ্দার’ ছিল। ওটা ছিল ‘মেরা চুহা কাটেগা, কাহাঁ হ্যাঁয় তেরি বিলি (আমার ইঁদুর কামড়ানোর জন্য প্রস্তুত, তোমার বিড়াল কোথায়?)” তিনি আরও বলেন, “এই ডবল মিনিং গান, ভাই। তখনকার দিনে” করণের হা করে ওঠে, এবং সারা বলে ওঠে, “ইয়াক!”
সইফ ‘র্যাট সং’ নিয়ে এই প্রথম কথা বলেননি। ২০১৩ সালের ‘কালাকান্ডি’ ফিল্মের গানের প্রকাশের অনুষ্ঠানে তিনি বলেছিলেন, “একটা গান করেছিলাম ‘দ্য র্যাট সং’ । আমি ফিল্মে ডান্স কোরিওগ্রাফার হয়েছিলাম এবং ডান্স কোরিওগ্রাফারের মতো জামাকাপড়ও পরে ছিলাম। একজন যুবক, একটু মোটা, একটু বয়স্ক ছেলের মতো সেজেছিলাম। আমি অভিনেত্রীকে বিভিন্ন গানে নাচ শেখাচ্ছিলাম।”
‘কফি উইদ করণ’-এ দেখা গেল বাবা-মেয়েকে। সইফের সঙ্গে শো-তে এসেছিলেন মেয়ে সারা। আর সেই শো-তে বাবার অভিনীত এক ডান্স নম্বর নিয়ে কথা উঠতেই ভীষণঁ লজ্জিত বোঝ করলেন সারা। ছবিটির নাম ‘ইয়ার গদ্দার’ (১৯৯৪)। ছবিতে সইফ ছাড়াও ছিলেন সোমি আলী এবং মিঠুনদা।
আরও পড়ুন ‘পুরোনা সেই দিনের কথা’ ভুলতে পারেননি করিনা, আজও মনে পড়ে…
‘কফি উইদ করণ’-এ তাঁকে এক র্যাপিড ফায়ার প্রশ্ন-উত্তর পর্বে তাঁকে করণ জিজ্ঞেস করেন, বাবার অভিনীত কোন ছবিতে তিনি বিব্রত বোধ করেন? উত্তরে তিনি বলেন, “আমি জানি না ঠিক কী ফিল্ম ছিল, কিন্তু ও (বাবা) একটা গানে ছিল। দ্য র্যাট সং। আপনার মনে আছে?”
সইফ চিৎকার করে বলেন, “ওটা ’ইয়ার গদ্দার’ ছিল। ওটা ছিল ‘মেরা চুহা কাটেগা, কাহাঁ হ্যাঁয় তেরি বিলি (আমার ইঁদুর কামড়ানোর জন্য প্রস্তুত, তোমার বিড়াল কোথায়?)” তিনি আরও বলেন, “এই ডবল মিনিং গান, ভাই। তখনকার দিনে” করণের হা করে ওঠে, এবং সারা বলে ওঠে, “ইয়াক!”
সইফ ‘র্যাট সং’ নিয়ে এই প্রথম কথা বলেননি। ২০১৩ সালের ‘কালাকান্ডি’ ফিল্মের গানের প্রকাশের অনুষ্ঠানে তিনি বলেছিলেন, “একটা গান করেছিলাম ‘দ্য র্যাট সং’ । আমি ফিল্মে ডান্স কোরিওগ্রাফার হয়েছিলাম এবং ডান্স কোরিওগ্রাফারের মতো জামাকাপড়ও পরে ছিলাম। একজন যুবক, একটু মোটা, একটু বয়স্ক ছেলের মতো সেজেছিলাম। আমি অভিনেত্রীকে বিভিন্ন গানে নাচ শেখাচ্ছিলাম।”