বিতর্ক ভুলে আবারও হিন্দু মন্দিরে সারা, এবার পুজো দিলেন কামাখ্যায়
এবার সারা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মন্দির দর্শনের সময়কার বেশ কিছু ছবি শেয়ার করে নিয়েছেন। কখনও তাঁকে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদীতে একটি ক্রুজে ভ্রমণ করতে, কখনও আবার মন্দির প্রাঙ্গণে। আবার একটি ছবিতে দেখা যায় সারা ধ্যান করছেন, সেই পোজেও দিলেন ছবি।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খান সম্প্রতি আবারও তীর্থ করতে বেরিয়ে পড়লেন। এবার তাঁর গন্তব্য ছিল গুয়াহাটির কামাখ্যা মন্দির। সেখানে গিয়ে তিনি পুজো দেন এবং তাঁর সেই স্থান ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ায়। তিনি বরাবরই সক্রিয় থাকেন নেটদুনিয়ায়। নিজের নানা ছোটবড় নানা কাজের আপডেট সেখানে দিয়ে থাকেন। এবার সারা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মন্দির দর্শনের সময়কার বেশ কিছু ছবি শেয়ার করে নিয়েছেন। কখনও তাঁকে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদীতে একটি ক্রুজে ভ্রমণ করতে, কখনও আবার মন্দির প্রাঙ্গণে। আবার একটি ছবিতে দেখা যায় সারা ধ্যান করছেন, সেই পোজেও দিলেন ছবি।
View this post on Instagram
সারা বরবারই পুজোয় বিশ্বাসী। মাঝে মধ্যেই তিনি নানা মন্দির পরিদর্শক করে থাকেন। সোমবার করে কখনও কখনও দেখা যায় তাঁকে শিবপুজোও করতে। একাধিকবার কেদারনাথ গিয়েছেন তিনি। কখনও একা, কখনও আবার সঙ্গী কাউকে নিয়ে বেরিয়ে পড়েন সইফ আলি খানের কন্যা। যদিও তা নিয়ে বেজায় ট্রোলের শিকার হতে হয় তাঁকে। যদিও ধর্মীয় বিশ্বাস নিয়ে যে যাই বলুক না কেন, তা ব্যক্তিগত স্তরে রাখতেই পছন্দ করেন সারা। তাই কখনও বেনারস ঘাটে, কখনও আবার মন্দিরচত্বরে ফ্রেমবন্দি হন নায়িকা। বছর শুরুতেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ঝাড়খণ্ডের দেবগড়-এ অবস্থিত বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির পরিদর্শন করেছিলেন তিনি। সেখান থেকে ছবি শেয়ার করে লিখেছিলেন, “জয় বাবা বৈদ্যনাথ।”





