এক বছর আগে শুরু করা কাজ অবশেষে শেষ করলেন সারা!

স্বরলিপি ভট্টাচার্য |

Mar 27, 2021 | 7:33 PM

‘আতরাঙ্গি রে’ পরিচালনার দায়িত্বে রয়েছেন আনন্দ এল রাই। এই চরিত্রে তাঁকে সুযোগ দেওয়ার জন্য আনন্দকে ধন্যবাদ জানিয়েছেন সারা।

এক বছর আগে শুরু করা কাজ অবশেষে শেষ করলেন সারা!
সারা আলি খান।

Follow Us

এক বছর আগে একটা কাজ শুরু করেছিলেন বলিউড (bollywood) অভিনেত্রী (Actress) সারা আলি খান (Sara Ali Khan)। এক বছর পরে অবশেষে শেষ হত তাঁর কাজ। কাজ অর্থাৎ ফিল্মের শুটিং। এক বছর আগে ‘আতরাঙ্গি রে’-এর শুটিং শুরু করেছিলেন। সেই শুটিং শেষের খবর সোশ্যাল ওয়ালে শেয়ার করলেন তিনি।

গত বছর থেকেই করোনার আতঙ্কে রয়েছে গোটা বিশ্ব। কয়েক মাস লকডাউনের কারণে সব কাজ বন্ধ ছিল। নিউ নর্মালে শুরু হয়েছে সব কাজ। সে কারণেই ছবির শুটিং এত দেরি করে শেষ হল। এই ছবিতে অক্ষয় কুমার এবং ধনুশের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সারা।

এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন আনন্দ এল রাই। এই চরিত্রে তাঁকে সুযোগ দেওয়ার জন্য আনন্দকে ধন্যবাদ জানিয়েছেন সারা। সকাল বেলা ড্রাইভ করে তাঁকে শুটিং লোকেশনে নিয়ে যাওয়া, বিকেলে আদা দেওয়া জল… এক বছর ধরে আনন্দের সঙ্গে এত স্মৃতি জমেছে তাঁর, এত কিছু শিখেছেন তিনি, সে জন্য তিনি কৃতজ্ঞ।

ধনুশকে ট্যাগ করে সারা লিখেছেন, ‘সব সময় সাহায্য করার জন্য, মোটিভেট করার জন্য ধন্যবাদ। এই জার্নিতে তোমার মতো ভাল পার্টনার আর কেউ নেই। দক্ষিণী সঙ্গীত এবং খাবারের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেওয়ার জন্যও ধন্যবাদ।’ অন্যদিকে অক্ষয় নাকি সারাক্ষণ সেটে পজিটিভ এনার্জি ধরে রাখতেন। সে কারণে সারা তাঁর কাছে কৃতজ্ঞ। তিনি যে অক্ষয়কে স্টক করেন, এ তথ্যও এই ফাঁকে দিয়ে দিলেন সারা।

আরও পড়ুন, গত বছরের দোলের স্মৃতি শেয়ার করলেন ঋতাভরী চক্রবর্তী

গোটা জার্নিতে সারাই অভিজ্ঞতা এবং বয়সের নিরিখে জুনিয়র। তাই এই টিমের সঙ্গে কাজ করে আগাগোড়া তিনি শিখতে পেরেছেন। সোশ্যাল পোস্টে সেই কৃতজ্ঞতাই ধরা পড়েছে।

Next Article