ছুটির দিনে কীভাবে সময় কাটান সারা আলি খান?

স্বরলিপি ভট্টাচার্য |

Mar 27, 2021 | 1:52 PM

বই পড়ার অভ্যেস সইফ আলি খানেরও প্রবল। আবার শর্মিলা ঠাকুরও বই পড়তে ভালবাসেন। দিল্লির পতৌদি প্যালেসে আলাদা লাইব্রেরি রয়েছে। পরিবারের সদস্যরা সেখানে অনেকটা সময় কাটান।

ছুটির দিনে কীভাবে সময় কাটান সারা আলি খান?
সারা আলি খান।

Follow Us

ছুটির দিনে আপনি কী করেন? বই পড়া, গান শোনা, পছন্দের রান্না, বন্ধুদের সঙ্গে আড্ডা অথবা শপিং…। কীভাবে সময় কাটে আপনার? এই গুলোর মধ্যে কোনও একটা অপশন তো নিশ্চয়ই আপনার রুটিনের সঙ্গে মিলে যাবে। ঠিক যেমন মিলে যায় বলিউড (bollywood) অভিনেত্রী (Actress) সারা আলি খানের (Sara Ali Khan) সঙ্গেও।

পর্দার তারকাদের ব্যক্তিগত রুটিন জেনে অবাক হন অনেক দর্শক। কিন্তু আদতে বাড়িতে খুব সাধারণ ভাবেই থাকেন তাঁরা। শুক্রবার সারার হাতে তেমন কোনও কাজ ছিল না। এক কথায় ছুটির মেজাজে ছিলেন। বাড়িতে কী করলেন, তা সোশ্যাল ওয়ালে অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন। সারার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, লালচে নাইট স্যুট পরে শুয়ে রয়েছেন সারা। চোখ হাতে ধরা বইতে। বই পড়েই ছুটির দিনে সময় কাটে তাঁর।

বই পড়ার অভ্যেস সইফ আলি খানেরও প্রবল। আবার শর্মিলা ঠাকুরও বই পড়তে ভালবাসেন। দিল্লির পতৌদি প্যালেসে আলাদা লাইব্রেরি রয়েছে। পরিবারের সদস্যরা সেখানে অনেকটা সময় কাটান। সদ্য মুম্বইতে নতুন বাংলো তৈরি করিয়েছেন সইফ। করিনা, তৈমুর এবং সদ্যোজাতকে নিয়ে তিনি এখন সেখানকারই বাসিন্দা। সেই বাংলোতেও নাকি নিজের পছন্দের বইতে লাইব্রেরি সাজিয়েছেন। ফলে সারার রক্তে রয়েছে বই পড়ার নেশা। সময় পেলে পছন্দের বই নিয়ে কাটিয়ে দিতে পারেন অনেকটা সময়।

আরও পড়ুন, প্রিয়ঙ্কার নতুন রেস্তোরাঁর নাম কেন ‘সোনা’ রেখেছেন নিক?

সারা এবং ইব্রাহিম বড় হয়েছেন অমৃতার কাছেই। তাঁদের ছোটবেলায় দাম্পত্য বিচ্ছেদ হয়ে গিয়েছিল সইফ-অমৃতার। কিন্তু বরাবরই দুই সন্তানের সঙ্গে যোগাযোগ রেখেছেন সইফ। এমনকি করিনা, তৈমুরের সঙ্গেও সুসম্পর্ক ভাই-বোনের। করিনা দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার পর উপহার নিয়ে সদ্যোজাতকে দেখতেও গিয়েছিলেন সারা। নিজেকে আপডেট রাখার শিক্ষা তিনি পেয়েছেন বাবার কাছেই। তাঁরও নাকি বই পড়ার অভ্যেস তৈরি হয়েছিল ছোটবেলাতেই।

Next Article