‘আমার দেশের মানুষ মারা যাচ্ছে, এখন কোনও উদযাপন নয়’, বিয়ে পিছিয়ে দিলেন অভিনেত্রী

May 11, 2021 | 3:57 PM

প্রসঙ্গত, বিয়ের পর উগাণ্ডায় শিফট করার কথা ছিল তাঁর। তাঁর হবু স্বামী অভিনন্দন সিং পেশায় ডাক্তার। বিয়ের প্ল্যান বাতিল করলেও এই মুহূর্তে ইন্দোরের এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।

আমার দেশের মানুষ মারা যাচ্ছে, এখন কোনও উদযাপন নয়, বিয়ে পিছিয়ে দিলেন অভিনেত্রী
বৈশালী ঠক্কর।

Follow Us

বাগদান সম্পন্ন হয়েছে গত মাসেই। ঠিক ছিল বিয়ে হবে আগামী জুন মাসেই। কিন্তু ভয়াবহ কোভিড পরিস্থিতিতে বিয়ে পিছিয়ে দিলেন ‘সসুরাল শিমর কা’ খ্যাত বৈশালী ঠক্কর। পরিবর্তে ব্রতী হলে দুঃস্থদের সেবায়। তাঁর বক্তব্য, “এই অবস্থায় দাঁড়িয়ে সেলিব্রেশনে কোনও ইচ্ছাই নেই। আমার দেশের মানুষ মারা যাচ্ছে এই অবস্থায় বিয়ে কী করে করব?”

বৈশালী জানান যদি আগামী বছরে পরিস্থিতি স্বাভাবিক হয় তবে তখনই বিয়ে সেরে ফেলতে পারেন তিনি। তিনি যোগ করেন, “প্রতিদিনই দেখছি আমার কাছের মানুষেরা মারা যাচ্ছে। এই অবস্থায় তাঁদের পাশে না থেকে ভারতের বাইরে চলে যাওয়াটা একেবারেই উচিত হবে না বলেই মনে করছি আমি।”

প্রসঙ্গত, বিয়ের পর উগাণ্ডায় শিফট করার কথা ছিল তাঁর। তাঁর হবু স্বামী অভিনন্দন সিং পেশায় ডাক্তার। বিয়ের প্ল্যান বাতিল করলেও এই মুহূর্তে ইন্দোরের এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। ফুটপাতবাসীদের মুখে খাবার তুলে দিচ্ছে সেই সংস্থা। একই সঙ্গে রক্ত, প্লাজমা, ওষুধেরও ব্যবস্থা করছে প্রয়োজনে।

আরও পড়ুন-‘একদম উপভোগ করিনি, ওঁরা বলল প্রশংসা করতেই হবে’, কিশোর কুমার-পর্ব নিয়ে বিস্ফোরক অমিত কুমার


কোভিড কালেও যখন বিয়ে করছেন একের পর এক তারকা, পিপিই কিট পরেও বিয়ে করতে দেখা গিয়েছে সম্প্রতি এক যুগলকে তখন এই কঠিন সময়ে দাঁড়িয়ে নিজের আনন্দের কথা না ভেবে সাধারণের পাশে দাঁড়ানোয় বৈশালীর প্রশংসায় নেটিজেন। তাঁর কাজকে কুর্নিশ করেছেন তাঁরা।

 

 

Next Article