
বাংলা ছবিতে কাজ শুরু করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় আর মহুয়া চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া চট্টোপাধ্যায়। সম্প্রতি শাশ্বতকে প্রশ্ন করা হয়েছে, মেয়ে তাঁকে কড়া শাসনে রাখেন কিনা। উত্তরে মজা করে অভিনেতা বলেছেন, ”মেয়ের জন্যই অনেক কিছু প্রকাশ্যে করতে পারি না। বউকে পাত্তা দিই না! কিন্তু মেয়ের কথা শুনতেই হয়।”
হিয়ার সিনেমায় পা রাখা নিয়ে শাশ্বতর এক শতাংশ অবদান নেই, সেটা খোলসা করে দিয়েছেন অভিনেতা। বরং হিয়া মায়ের সঙ্গে এই ব্য়াপারে পরামর্শ করেন বেশি। শাশ্বতর কথায়, ”আমি দেখতাম, ও ওডিশি নাচ শিখছে। তারপর কনটেম্পোরারি ডান্স করছে। রিল তৈরি করে নিজেই আপলোড করছে। আমি জিজ্ঞাসা করেছিলাম, ”কী করছিস বল তো?” আবার মাস কমিউনিকেশন, ভিডিয়োগ্রাফি নিয়ে ফার্স্ট ক্লাস পেয়ে গ্র্যাজুয়েশন শেষ করল। ও পড়াশোনাতে ব্রিলিয়ান্ট। আমি বলে দিয়েছি, অভিনয়ের ক্ষেত্রে কোনও উপদেশ লাগলে আমি দিতে পারি। না লাগলে, আমি কিছু মনে করব না। নিজের কাজের জায়গায় প্রতিনিয়ত নিজেই লড়তে হয়। সেটা ও জানে। সেই জন্য নিজের মতো করেই এগোচ্ছে।”
শাশ্বত যোগ করেছেন, ”প্রথম ছবিতেই নায়িকা হয়ে গেল। আমি যে কত বছর কাজ করে ছবির নায়ক হতে পেরেছি! তারপর তিন-চারটে ম্যাগাজিনে মেয়ের ছবি বেরিয়ে গেল। আমার সময়ে পাঁচ বছর কাজ না করলে, লোকে না চিনলে কোথাও ছবি বের হতো না। প্রথম ছবি রিলিজ হয়নি এখনও, কিন্তু প্রচার পেয়ে গেল। ওরা সব ব্যাপারেই অনেক এগিয়ে।” এখন শাশ্বত-কন্যার সিনেমার দুনিয়ায় পথচলা কেমন হয়, সেটাই দেখার অপেক্ষা।