‘অনুরাগ মিষ্টি’, ‘দোবারা’র শুটিংয়ে যোগ দিয়ে স্ত্রীকে জানালেন শাশ্বত

স্বরলিপি ভট্টাচার্য |

Feb 26, 2021 | 6:51 PM

দিন কয়েক আগেই পুনেতে শুরু হয়েছে এই সিরিজের শুটিং। শুক্রবারই রাতে কলকাতায় ফিরবেন শাশ্বত। মাত্র দু’দিন থেকেই ফের পাড়ি দেবে শুটিংয়ের জন্য। এই তথ্য জানালেন শাশ্বতর স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায়।

‘অনুরাগ মিষ্টি’, ‘দোবারা’র শুটিংয়ে যোগ দিয়ে স্ত্রীকে জানালেন শাশ্বত
শাশ্বত চট্টোপাধ্যায় এবং অনুরাগ কাশ্যপ।

Follow Us

বলিউড (bollywood) কলিং। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের (Saswata Chatterjee) ক্ষেত্রে এই ডাক নতুন নয়। ফের বলি মহলের ডাক পেয়েছেন শাশ্বত। এবার তাঁর পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag kashyap)। অনুরাগের ‘দোবারা’ ওয়েব সিরিজে কাজ করছেন তিনি।

দিন কয়েক আগেই পুনেতে শুরু হয়েছে এই সিরিজের শুটিং। শুক্রবারই রাতে কলকাতায় ফিরবেন শাশ্বত। মাত্র দু’দিন থেকেই ফের পাড়ি দেবে শুটিংয়ের জন্য। এই তথ্য জানালেন শাশ্বতর স্ত্রী মহুয়া চট্টোপাধ্যায়।

 

মহুয়ার কথায়, “সবে দোবারার শুটিং শুরু হয়েছে। ওটিটির জন্য। তাপসী পান্নু রয়েছে। অপু আমাকে বলেছে, অনুরাগ খুব সুইট। মিষ্টি একটা মানুষ। খুব ভাল করে ওয়েলকাম করেছে ওরা ওকে। হোটেলের ঘর সাজিয়ে রেখেছিল।”

সত্যিই শাশ্বতকে অভিনয় উপায়ে স্বাগত জানিয়েছেন টিম দোবারার সদস্যরা। সোশ্যাল মিডিয়ায় সেই গিফটের ছবি পোস্ট করে শাশ্বত লিখেছেন, ‘হোটেলের ঘরে ঢোকার পর আমার জন্য এটা অপেক্ষা করছিল। এভাবেই ভালবাসা এবং সম্মান দেখিয়েছে টিম। যার শীর্ষে রয়েছেন অনুরাগ কাশ্যপ। দোবারা টিমে যোগ দিলাম।’

এর আগে ‘মনমর্জিয়া’তে অনুরাগের সঙ্গে কাজ করেছিলেন তাপসী। ফের তাঁর সঙ্গে কাজের সুযোগ। সে খবর আগেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন অভিনেত্রী। অনুরাগও শেয়ার করেছিলেন এই সিরিজের অ্যানাউন্সমেন্ট টিজার। এই টিমের সঙ্গে কাজ, নিঃসন্দেহে শাশ্বতর কেরিয়ারে গুরুত্বপূর্ণ। আবার একটা দারুণ পারফরম্যান্স দেখার অপেক্ষায় রইলেন দর্শক।

আরও পড়ুন, বর্ধমানে ‘তরুলতার ভূত’-এর সঙ্গে রয়েছেন রাহুল দেব বসু!

Next Article