প্রকাশ্যে নয়, সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করলেন সৌরভ?
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন। ভোটর উত্তাপ এখন সব জায়গায়। কিছুদিন আগেই তৃণমূলে যোগদান করেছেন তিনি। টলিউডের বহু চেনা মুখ এ বার প্রার্থী তালিকায় রয়েছেন। কিন্তু সৌরভ টিকিট পাননি।
হাতে কফির কাপ। জানলার ধারে বসে রয়েছেন অভিনেতা (Actor) সৌরভ দাস (Saurav Das)। আলো-আঁধারিতে তোলা এমন ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। আর এ ভাবেই নাকি করে ফেলছেন ভোটের প্রচার!
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন। ভোটর উত্তাপ এখন সব জায়গায়। কিছুদিন আগেই তৃণমূলে যোগদান করেছেন তিনি। টলিউডের বহু চেনা মুখ এ বার প্রার্থী তালিকায় রয়েছেন। কিন্তু সৌরভ টিকিট পাননি। এমনকি কোনও সহকর্মীর প্রচারেও দেখা যাচ্ছে না তাঁকে। বরং সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তিনি ভোট প্রচার করছেন বলে মনে করছেন দর্শকের বড় অংশ।
View this post on Instagram
নিজের ছবির ক্যাপশনে সৌরভ লিখেছেন, ‘কোন কফির দানা আপনি পছন্দ করবেন, সে সিদ্ধান্ত আপনারই।’ হ্যাশট্যাগে তিনি ব্যবহার করেছেন, ‘গো ভোট’ এবং ‘চুজ ওয়াইজলি’।
আপাতদৃষ্টিতে খুব সাধারণ বক্তব্য। এর সঙ্গে সরাসরি রাজনীতির কোনও যোগ নেই। কিন্তু নিজের পছন্দ নির্বাচনের মাধ্যমে বেছে নেওয়ার মধ্যেই ভোট প্রচারের ইঙ্গিত পাচ্ছেন নেট নাগরিকদের বড় অংশ। আনুষ্ঠানিক ভাবে তৃণমূলের সদস্য হওয়া সত্ত্বেও সৌরভ নির্বাচনী প্রচার থেকে বহুদূরে। সরাসরি রাজনীতির মঞ্চেও তাঁকে দেখা যাচ্ছে না। এর কারণ নিয়ে এখনও পর্যন্ত তিনি প্রকাশ্যে মুখ খোলেননি। তবে পরিস্থিতির উপর তাঁর যে নজর রয়েছে, তাই যেন পরোক্ষে বুঝিয়ে দিলেন অভিনেতা।
আরও পড়ুন, দোলের দিনে একান্ত মুহূর্তের ছবি শেয়ার করলেন শুভশ্রী