ফেব্রুয়ারিতে রেজিস্ট্রি হয়ে গিয়েছে, কাকে বিয়ে করছেন সায়ন বসু ?

'রাজরাজেশ্বরী রাণী ভবাণী' ধারাবাহিক লঞ্চ করা হয়েছিল স্টার জলসায় রাতে সাড়ে আটটায়। রাজনন্দিনী পাল আর সায়ন বসুকে দেখা যাচ্ছিল প্রধান চরিত্রে। তবে সায়ন বসুর চরিত্র ধারাবাহিকে মারা গিয়েছে। আবার ধারাবাহিকের সময় পরিবর্তন হয়েছে। অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত, রাজনন্দিনীর মা সোশ্যাল মিডিয়াতে এই প্রসঙ্গে যে পোস্ট লিখেছেন, তাতে অভিযোগের সুর রয়েছে, ধারাবাহিকের স্লট বদল নিয়ে। সায়ন অবশ্য ইনস্টাগ্রামে জানিয়ে দিয়েছেন, এই ধারাবাহিকে তাঁর চরিত্র আর ফিরে আসবে না। বরং নতুন কোনও কাজ নিয়ে তিনি ফিরবেন।

ফেব্রুয়ারিতে রেজিস্ট্রি হয়ে গিয়েছে, কাকে বিয়ে করছেন সায়ন বসু ?

| Edited By: Bhaswati Ghosh

Nov 18, 2025 | 5:44 PM

‘রাজরাজেশ্বরী রাণী ভবাণী’ ধারাবাহিক লঞ্চ করা হয়েছিল স্টার জলসায় রাতে সাড়ে আটটায়। রাজনন্দিনী পাল আর সায়ন বসুকে দেখা যাচ্ছিল প্রধান চরিত্রে। তবে সায়ন বসুর চরিত্র ধারাবাহিকে মারা গিয়েছে। আবার ধারাবাহিকের সময় পরিবর্তন হয়েছে। অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত, রাজনন্দিনীর মা সোশ্যাল মিডিয়াতে এই প্রসঙ্গে যে পোস্ট লিখেছেন, তাতে অভিযোগের সুর রয়েছে, ধারাবাহিকের স্লট বদল নিয়ে। সায়ন অবশ্য ইনস্টাগ্রামে জানিয়ে দিয়েছেন, এই ধারাবাহিকে তাঁর চরিত্র আর ফিরে আসবে না। বরং নতুন কোনও কাজ নিয়ে তিনি ফিরবেন।

এর মধ্যেই সায়ন বসু বিয়ের পিঁড়িতে বসার জন্য প্রস্তুত। TV9 বাংলাকে সায়ন জানালেন, ”আমার বান্ধবী রিনি মুখার্জি ইউএসএ-র নাগরিক। ১৭ বছর ধরে ওখানেই থাকে। সেখানেই কর্মরত। আমরা একসঙ্গে স্কুলে পড়তাম। একই ইকোনমিক্স ক্লাসে যেতাম। তবে তখন কথা হয়নি। ২০১৬-তে যখন আমি বিশাখাপত্তনমে চাকরি করছি, তখন সোশ্যাল মিডিয়াতে কথা হয়। ও যোগাযোগ করায়, আমি উত্তর দিই। সেখান থেকে সম্পর্ক শুরু। ও এসে বিশাখাপত্তনমে আমার সঙ্গে দেখা করেছিল। তারপর মুম্বই শিফট করি। সেখানেও ও এসে দেখা করেছিল। এভাবেই আমাদের জার্নি চলেছে। আট বছরের সম্পর্ক। এ বছর ফেব্রুয়ারিতে আমাদের রেজিস্ট্রি হয়। সামনের ফেব্রুয়ারিতে বিয়ে করব।”

সায়ন যোগ করলেন, ”রিনির পৈতৃক বাড়িতে বিয়ের অনুষ্ঠান প্ল্যান করেছি। বৈদিক মতে বিয়ে হবে। বাঙালি সাজপোশাক হবে। একেবারে ঘনিষ্ঠ মানুষরা থাকবেন। আমার বরাবরই ধারণা ছিল, যাঁরা সারা জীবন আমার পাশে থেকেছেন, তাঁরাই বিয়ের দিন উপস্থিত থাকবেন। রিসেপশনের দিন অন্যরকমভাবে সাজতে পারি। এত দিন ধারাবাহিকের শুটিংয়ের জন্য় খুব ব্যস্ত ছিলাম। কিন্তু এখন একটু সময় পেয়েছি বলে, দু’ বাড়ির তরফেই আয়োজনের বিভিন্ন দিকগুলো দেখছি।” সায়ন আর রিনি দু’ জনেই বিয়ের অনুষ্ঠানে  মিডিয়ার উপস্থিতি চান না। একেবারে প্রাইভেট ইভেন্ট হিসাবে পুরোটা প্ল্যান করছেন।