
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সায়নী গুপ্তা। ‘Article 15’, ‘Pagglait’, ‘Four More Shots Please’—এর মত বেশ কিছু কাজের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু এই জায়গায় পৌঁছনোর পথটা মোটেও সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এক কঠিন অধ্যায়ের কথা তুলে ধরেছেন সায়নী।
সায়নী জানিয়েছেন, অভিনয়ে আসার পথে তাঁর পরিবারের সবচেয়ে বড় বাধা ছিলেন তাঁর মা। কর্পোরেট চাকরি ছেড়ে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার কথা ভাবেন অভিনেত্রী এবং পুনের FTII (Film and Television Institute of India)-তে ভর্তি হন। তখনই পরিবারে শুরু হয় তুমুল অশান্তি।
অভিনেত্রীর কথায়, তাঁর মা বিরোধিতা করে আবেগের বশে এমন কিছু কথা বলেছিলেন, যা মনে পড়লে আজও ভয় পান অভিনেত্রী। সায়নী জানান, তাঁর মা হুমকির সুরে বলেছিলেন, তিনি যদি অভিনয়ে যান, তাহলে নিজের ক্ষতি করবেন অভিনেত্রীর মা।
এখানেই শেষ নয়। ছোটবেলা থেকেই তাঁর মা অভিনয় জগতকে ভাল চোখে দেখতেন না। সায়নীর মতে, তাঁর মা অভিনেতা-অভিনেত্রীদের সম্পর্কে খুব নেতিবাচক ধারণা পোষণ করতেন এবং সেই কারণেই তাঁকে থিয়েটার বা অভিনয়ের দিকে এগোতে দিতেন না।তবে মায়ের ভয়ে পিছিয়ে যাননি অভিনেত্রী। মায়ের অমতেই অভিনেত্রী হওয়ার জার্নি শুরু করেন।
তবে সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে। FTII-তে পড়াশোনার সময় একদিন তাঁর মা ক্যাম্পাসে এসে স্টুডেন্টদের কাজ দেখেন, এমনকি একটি স্টুডেন্ট ফিল্মে অভিনয়ও করেন। সেই অভিজ্ঞতার পর ধীরে ধীরে নরম হন তিনি। সেখান থেকেই তাঁর মা বুঝতে শুরু করেন অভিনয় জগতকে যতটা অন্ধকার তিনি ভেবেছিলেন ততটা নয়। শুরুতে বাঁধা হয়ে দাড়ালেও পরবর্তীতে নিজের সাফল্যের সময় মাকে পাশে পেয়েছেন অভিনেত্রী।