বিগত বেশ কিছু দিন ধরেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় চর্চায়। বাংলাদেশি অভিনেতা জায়েদ খানকে জড়িয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছেন খোদ প্রযোজক মণিরুল। এর পর থেকেই দুই বাংলার নেটিজেনদের আতসকাচে নায়িকা। শুধু কি তাই? একের পর এক কটাক্ষের সম্মুখীন হতে হচ্ছে তাঁকে। একটি ছবি পোস্ট করেছিলেন সায়ন্তিকা তাঁর পোষ্যকে নিয়ে। সেখানেই জায়েদ খানকে জড়িয়ে তাঁর কাছে উড়ে এল একের পর এক নেতিবাচক মন্তব্য। কী রটেছে সায়ন্তিকার নামে? বাংলাদেশি পরিচালক তাজু কামরুল পরিচালিত ‘ছায়াবাজ’ ছবির শুটিং মাঝপথে ছেড়েই বেরিয়ে এসেছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা জানিয়েছেন, তাঁর অনুমতি না নিয়েই নৃত্য পরিচালক মাইকেল তাঁর হাত ধরায় তিনি বাধা দেন। এও জানিয়েছিলেন প্রযোজক মণিরুলের সঙ্গে কিছু টেকনিক্যাল সমস্যা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁর থেকে উত্তর তিনি পাননি।
এ প্রসঙ্গে মণিরুলের বক্তব্য, “কীভাবে শুটিং হবে, এটা ঠিক করেন পরিচালক। আগে থেকে পরিকল্পনা ছিল গানের দৃশ্য দিয়ে শুরু হবে শুটিং। অপেশাদারি আচরণ সায়ন্তিকা করেছেন। চুক্তির বাইরে আমরা তাঁকে অনেক টাকা দিয়েছি পোশাকের জন্য। কিন্তু তিনি কোনো পোশাক নিয়ে কেনেননি। আমি আবারও পোশাকের ব্যবস্থা করে দিয়েছি। সে পোশাকগুলোও সায়ন্তিকা নিয়ে গেছেন।” এখানেই না থেমে ওই প্রযোজক আরও অভিযোগ করেন, “মাইকেলের ডিরেকশনে গানের শুটিং করার সময় ড্রেস পরিবর্তন করার জন্য বেলা ২টোর সময় নায়ক জায়েদ খানকে হোটেলের ঘরে নিয়ে যান -নায়িকা। ফিরে আসেন সন্ধ্যা ৬টায়।” তাঁর প্রশ্ন, “ড্রেস চেঞ্জ করতে চার ঘণ্টা সময় লাগে? এমনটা কখনও দেখিনি। ওই দিন তাঁরা সেখানে কী করছিলেন? কোন সম্পর্কের ভিত্তিতে এতোটা সময় তারা এক সঙ্গে এক রুমে হোটেলে কাটালেন?” সায়ন্তিকা যদিও এই নিয়ে এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে নীরব। কিন্তু কটাক্ষ থামছে না কিছুতেই।