AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কেন বলিউডে কাজ পাচ্ছেন না এ আর রহমান? সবটা বলেই ফেললেন শান

রহমানের এই বিতর্কিত মন্তব্যের পর এবার মুখ খুললেন জনপ্রিয় গায়ক শান। সংবাদ সংস্থা আইএএনএস-এর (IANS) সঙ্গে আলাপচারিতায় শান স্পষ্ট জানান, সংগীত জগতে এই ধরণের কোনও ভেদাভেদ নেই এবং বিষয়টি নিয়ে ‘অতিরিক্ত চিন্তা’ না করাই শ্রেয়।

কেন বলিউডে কাজ পাচ্ছেন না এ আর রহমান? সবটা বলেই ফেললেন শান
| Updated on: Jan 17, 2026 | 1:25 PM
Share

সম্প্রতি অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান অভিযোগ করেছেন যে, বলিউডে তাঁকে যথেষ্ট কাজ দেওয়া হচ্ছে না এবং এর নেপথ্যে ‘সাম্প্রদায়িক’ কারণ থাকতে পারে। রহমানের এই বিতর্কিত মন্তব্যের পর এবার মুখ খুললেন জনপ্রিয় গায়ক শান। সংবাদ সংস্থা আইএএনএস-এর (IANS) সঙ্গে আলাপচারিতায় শান স্পষ্ট জানান, সংগীত জগতে এই ধরণের কোনও ভেদাভেদ নেই এবং বিষয়টি নিয়ে ‘অতিরিক্ত চিন্তা’ না করাই শ্রেয়।

কাজের অভাব প্রসঙ্গে নিজের উদাহরণ টেনে শান বলেন, “কাজের কথা বললে, আমি আপনার সামনেই দাঁড়িয়ে আছি। দীর্ঘ কেরিয়ারে এত গান গেয়েছি, তবুও এখন মাঝেমাঝে আমিও কাজ পাই না। কিন্তু আমি সেটাকে ব্যক্তিগতভাবে নিই না। কারণ কাজ পাওয়াটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়; প্রত্যেকের নিজস্ব চিন্তাধারা এবং পছন্দ রয়েছে। সংগীতে কোনও সাম্প্রদায়িক বা সংখ্যালঘু তকমা আছে বলে আমি অন্তত মনে করি না।”

তিনি আরও যোগ করেন, “গান এভাবে চলে না। যদি তাই হতো, তবে গত ৩০ বছর ধরে আমাদের যে তিন সুপারস্টার (খান ত্রয়ী) রাজত্ব করছেন—যাঁরা সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত—তাঁরা আজকের অবস্থানে পৌঁছাতে পারতেন না। তাই ভাল কাজ করা এবং ভাল গান তৈরির দিকেই মন দেওয়া উচিত, এসব নিয়ে অহেতুক ভাবনাচিন্তা করা অর্থহীন।”

শানের মতে, কোনও গায়ককে নেওয়া হবে তা নির্ভর করে গানের প্রয়োজনের ওপর। তিনি বলেন, “প্রত্যেকের নিজস্ব মতামত থাকে। কোনও একটি গানের পেছনে নির্দিষ্ট ভাবনা থাকে এবং সেই অনুযায়ী সুরকার বা প্রযোজক সিদ্ধান্ত নেন। কেউ বলবেন সিদ্ধান্ত ঠিক, কেউ বলবেন ভুল। এই বিতর্কে জড়িয়ে কোনও লাভ নেই।”

রহমান ঠিক কী বলেছিলেন?

বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এ আর রহমান জানিয়েছিলেন, গত আট বছরে হিন্দি সিনেমার প্রেক্ষাপট বদলেছে। তাঁর মতে, সৃজনশীল মানুষের হাত থেকে ক্ষমতা এখন এমন কিছু মানুষের কাছে চলে গেছে যাঁদের শিল্পের বোধ নেই। সেখানেই তিনি ইঙ্গিত দেন যে, তাঁর কাজ না পাওয়ার পেছনে ‘সাম্প্রদায়িক কারণ’ থাকলেও থাকতে পারে। সরাসরি না হলেও পরোক্ষভাবে এমন কথা তাঁর কানে এসেছে বলে দাবি করেছিলেন এই কিংবদন্তি সুরকার।