শানের জন্য অডিশন দিতে হয়েছিল সুশান্ত সিং রাজপুতকে!
২০১৪ সালের ১৯ ডিসেম্বর মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানির ছবি 'পিকে'। ওই ছবিতে একটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত। সুশান্ত তখন ইন্ডাস্ট্রিতে নতুন।
গায়ক শানের জন্য রীতিমতো পরীক্ষা দিতে হয়েছিল সুশান্ত সিং রাজপুতকে। পাশ করতে হয়েছিল অডিশনে। স্মৃতির ঝাঁপি খুললেন গায়ক নিজেই। ২০১৪ সালের ১৯ ডিসেম্বর মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানির ছবি ‘পিকে’। ওই ছবিতে একটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত। সুশান্ত তখন ইন্ডাস্ট্রিতে নতুন।
ওই ছবিতে সুশান্তের লিপে গান গাওয়ার কথা ছিল শানের। কিন্তু সুশান্তের চেহারার সঙ্গে শানের গলা কি আদৌ ম্যাচ করবে, তা নিয়ে চিন্তিত ছিল গোটা টিম। সুশান্তের সামনে তখন পরীক্ষা। শানের জনপ্রিয় গান ‘ও পেহলি বার’-এর সঙ্গে পারফর্ম করতে বলা হল সুশান্তকে। সুশান্ত করলেন। শুধু যে করলেনই তা নয়, ভাল মার্কস পেয়ে পাশও করে গেলেন তিনি।
ব্যস আর কী? তৈরি হল শান্তনু মৈত্রর সুরে শানের গলায় আইকনিক গান ‘চার কদম’। আজ এত বছর পর যে গান বেশ জনপ্রিয়। শানের কথায়, “আয়রনি হল সুশান্ত ওর কেরিয়ারের প্রথম দিকের ছবির অডিশনের জন্য আমার কেরিয়ারেও প্রথম গান বেছে নিয়েছিল। সুশান্ত নেই ভাবতেই ভাল লাগে না।”গত বছর ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর ফ্ল্যাট থেকে। পরিকল্পিত খুন নাকি অবসাদে আত্মহত্যা তা নিয়ে বিতর্ক এখনও জারি।