হোলির সব আয়োজন ভেস্তে গেল, শাবানা আজমির বাড়িতে এলেন না কোনও অতিথি
শাবানা আজমি অবশ্য প্রতি বছরের মত এবারেও বাড়িতে হোলির আয়োজন করেছিলেন। ফুল আর আবীর দিয়ে বাড়ি সাজিয়েছিলেন। কিন্তু কেউ এলেন না।
বলি-পাড়ায় হোলি এবার ফ্যাকাশে। কোনও বলি তারকাই এ বছর হোলি-পার্টি করছেন না। করবেনই বা কী করে? দেশে করোনা সংক্রমণ হু হু বাড়ছে। দ্বিতীয় দফায় করোনা-গ্রাফ ঊর্ধমুখী। মহারাষ্ট্রের বেশ কিছু জায়গায় ফের লক ডাউন শুরু হয়েছে। তাই এবারের হোলির চিত্রটা অনেকটাই আলাদা। বহু বলি তারকা এখন কোভিড আক্রান্ত। রঙের উৎসবে তাই অনেকটাই বে-রঙিন বলিউড। একের পর এক বলি তারকারা বাড়িতে থেকে হোলি উদযাপনের আর্জি জানিয়েছেন।
#Janki Kutir all dolled up and nobody coming? pic.twitter.com/5oxrmpMoIx
— Azmi Shabana (@AzmiShabana) March 29, 2021
শাবানা আজমি অবশ্য প্রতি বছরের মত এবারেও বাড়িতে হোলির আয়োজন করেছিলেন। ফুল আর আবীর দিয়ে বাড়ি সাজিয়েছিলেন। ভেবেছিলেন অন্যান্য বছরের মত জাঁকজমকভাবে হোলি খেলা না হলেও কয়েকজন নিশ্চয়ই আসবেন। সেই আশাতেই অভ্যাস মত হোলির আয়োজন করেছিলেন শাবানা। কিন্তু সমস্ত আয়োজনে জল ঢেলে দিয়েছেন অতিথিরা। বাড়ি সাজিয়ে অপেক্ষা করলেও একজনও আসেননি তাঁর বাড়িতে। মনের দুঃখে ফাঁকা সাজানো বাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শাবানা। একরাশ নৈরাশ্য নিয়ে তিনি লিখেছেন, “সেজে অপেক্ষা করছে জানকী কুটির, কিন্তু কেউ আসছে না।” এটা লেখার পর কান্নার ইমোজি দিয়েছেন তিনি।
Throwback picture-Holi in #Janki Kutir tradition -started by Abba decades ago which we honor to date. Holi Mubarak sabko a ki baar na sahi agali baar sahi .. pic.twitter.com/SdG7wfBWwB
— Azmi Shabana (@AzmiShabana) March 29, 2021
শাবানার পোস্টে টিসকা চোপড়া থেকে দিয়া মির্জা সকলেই তাঁকে আশ্বস্ত করেছেন পরের বছর ফের সবাই একসঙ্গে হোলি পার্টি করবেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য তাঁর মায়ের মৃত্যুর জন্য আগের বছরেও তিনি কোনও হোলি পার্টি করেননি। এই নিয়ে পর পর দু’বছর জানকী কুটিরে হোলি পার্টি হল না। তবে বিগত কয়েক বছরের হোলি পার্টির ছবি পোস্ট করে স্মৃতিমেদুরতায় দুধের স্বাদ ঘোলে মেটালেন তিনি।
আরও পড়ুন :মুসলিম হওয়ার কারণে ওয়াহিদাকে নাচ শেখাতে অস্বীকার করেন এক গুরু!